এক্সপ্লোর
Advertisement
আচমকা মারা গিয়েছেন প্রেমিক, দেখুন সঞ্জয় কন্যা ত্রিশলার শোকবার্তা
আমি তোমাকে গতকালের থেকে বেশি ভালবাসি, তবে আগামীকালের থেকে বেশি নয়। লিখেছেন ত্রিশলা।
মুম্বই: ছোট্টবেলায় মাকে হারিয়েছিলেন। বাবাকে দেখেছেন নানা ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে। আর এখন প্রেমিককেও বরাবরের মত হারালেন সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত। মৃত বয়ফ্রেন্ডের জন্য ইনস্টাগ্রামে শোকবার্তা লিখেছেন সঞ্জয়ের বড় মেয়ে।
ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন দুর্ভাগা এই মেয়েটি। প্রথমটি এক যুবকের ছবি, অন্যটি তাঁদের দুজনের। ত্রিশলা লিখেছেন, আমার হৃদয় ভেঙে গিয়েছে। আমাকে ভালবাসা, রক্ষা করা আর যত্ন করার জন্য তোমায় ধন্যবাদ। আমি জীবনে ততটা খুশি কখনও হইনি, যতটা তোমার সঙ্গে থেকে হয়েছি। তোমার সঙ্গে দেখা হয়েছিল, তোমার হতে পেরেছিলাম, আমি এই পৃথিবীর সবথেকে সৌভাগ্যবতী। তুমি চিরকাল আমার সঙ্গে থাকবে। তোমাকে ভালবাসি, তোমাকে মিস করব। যতদিন না আবার দেখা হয়। বরাবর তোমার, তোমার বেলা মিয়া। শান্তিতে থেক।
আমি তোমাকে গতকালের থেকে বেশি ভালবাসি, তবে আগামীকালের থেকে বেশি নয়। লিখেছেন ত্রিশলা।
৮ বছর বয়সে মা রিচা শর্মাকে হারান ত্রিশলা। বরাবরই আমেরিকায় থাকেন তিনি, দাদু দিদিমার সঙ্গে। বাবা সঞ্জয় আবার বিয়ে করেছেন, নতুন সংসার হয়েছে তাঁর। ত্রিশলার জীবনই বারেবারে হোঁচট খেয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement