এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
সঞ্জয়ের ক্যান্সার: ঈশ্বর আবার আমাদের পরীক্ষা নিচ্ছেন! বললেন স্ত্রী মান্যতা
গতকাল সঞ্জয় কিছু শারীরিক চিকিত্সার জন্য় কাজ থেকে অল্পদিনের ছুটি নিচ্ছেন বলে নিজেই জানান, ভক্ত, অনুরাগীদের অনুরোধ করেন, তাঁরা যেন অযথা অনুমান, জল্পনা না করেন। বলেন, আমার পরিবার,বন্ধুবান্ধবরা পাশে আছেন। সবার শুভেচ্ছা, আশীর্বাদে শীঘ্রই ফিরে আসব।
মুম্বই: স্বামীর ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। চরম সঙ্কটের মুখে সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা বলছেন, তাঁদের পরিবার অতীতেও কঠিন সময়, পরীক্ষার সম্মুখীন হয়েছে, ‘এই বিপদটাও কেটে যাবে’ বলে আশাবাদী তিনি। এক বিবৃতিতে ভক্তদের জল্পনা, অনুমান, অবাঞ্ছিত গুজবে কান না দিতে, বরং তাঁদের প্রার্থনা, আশীর্বাদ করতে আবেদন করেছেন মান্যতা।
বলেছেন, সঞ্জুর ভক্তদের আমার আন্তরিক আবেদন, কোনও ধরনের জল্পনা, গুজব, অনভিপ্রেত খবরে কান দেবেন না, আপনারা যেমন আমাদের প্রাণভরে ভালবেসে চলেছেন, পাশে থাকছেন, সেভাবেই থাকুন, আমাদের সমর্থন করুন। সঞ্জু বরাবর লড়াই করেছে, আমাদের পরিবারও তাই। ঈশ্বর আবার আমাদের পরীক্ষায় ফেলে দেখতে চাইছেন, সামনের চ্যালেঞ্জগুলি উতরে যেতে পারি কিনা। আপনাদের সবার প্রার্থনা, আশীর্বাদই শুধু চাই, এবং আমরা জানি, আমরাই জয়ী হব, যেমন সবসময় হয়েছি। আসুন এই আলো, ইতিবাচক ভাবনা ছড়ানোর এই সুযোগটাকে কাজে লাগাই।
লীলাবতী হাসপাতালের একটি সূত্রে পরিচয় গোপন রাখার শর্তে বলা হয়েছে, ৬১ বছর বয়সি জনপ্রিয় অভিনেতার ক্যান্সার স্টেজ থ্রি পর্যায়ে আছে। সূত্রের খবর, সঞ্জয়কে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করার সময় তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০-৯২ শতাংশ। তবে অ্যান্টিজেন টেস্টে কোভিড-১৯ নেগেটিভ হন তিনি। তবে ক্যান্সার পরীক্ষার সময় রিপোর্ট নাকি পজিটিভ হয়। যদিও ডঃ জলিল পারকার নামে যে চিকিত্সক তাঁকে দেখছিলেন, তিনি রোগীর গোপনীয়তা রক্ষার প্রসঙ্গ তুলে খবরটি স্বীকার বা অস্বীকার, কিছুই করেননি। গতকাল সঞ্জয় কিছু শারীরিক চিকিত্সার জন্য় কাজ থেকে অল্পদিনের ছুটি নিচ্ছেন বলে নিজেই জানান, ভক্ত, অনুরাগীদের অনুরোধ করেন, তাঁরা যেন অযথা অনুমান, জল্পনা না করেন। বলেন, আমার পরিবার,বন্ধুবান্ধবরা পাশে আছেন। সবার শুভেচ্ছা, আশীর্বাদে শীঘ্রই ফিরে আসব।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement