এক্সপ্লোর
Advertisement
মাধুরী দীক্ষিতের সিনেমার গানে ডান্স সান্যা মালহোত্রর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
বলিউড অভিনেত্রী সান্যা মালহোত্রর একটি ভিডিও ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঘোরফেরা করছে। ভিডিওতে সান্যাকে বলিউডের সুপ্রসিদ্ধ অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্টাইলে ডান্স করতে দেখা গিয়েছে।
মুম্বই: বলিউড অভিনেত্রী সান্যা মালহোত্রর একটি ভিডিও ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঘোরফেরা করছে। ভিডিওতে সান্যাকে বলিউডের সুপ্রসিদ্ধ অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্টাইলে ডান্স করতে দেখা গিয়েছে।
সান্যা এই ভিডিও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিও-র ক্যাপশনে তিনি লিখেছেন, 'হমকো আজকল হ্যায় ইন্তেজার...ডান্স করার, কারণ, বেশ কিছুদিন আমি ডান্স করিনি আর আমি তা মিস করছি'।
মাধুরী দীক্ষিতের সিনেমার সুপারহিট গান 'হমকো আজকল হ্যায় ইন্তেজার'-এর তালে পারফর্ম করেছেন সান্যা। এই গান ১৯৯০-র সিনেমা 'সাইলাব'-এর। সান্যার এই ভিডিও-র প্রচুর ভিউ হয়েছে। এর থেকেই স্পষ্ট, তাঁর এই পারফরম্যান্স অনুরাগীদের পছন্দ হয়েছে। অনুরাগীরা বিভিন্ন মন্তব্যেও তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। অভিনেত্রী জরিন খানও ভিডিও প্রশংসা করে মন্তব্য করেছেন। সান্যার বন্ধু ফতিমা সানা শেখও ইমোজি শেয়ার করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement