Sara Ali Khan: মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে কীর্তনে মগ্ন, গোলাপি শাড়িতে অচেনা সারা
Sara Ali Khan at Mahakaleshwar Temple: একেবারে মাটির কাছাকাছি এই অভিনেত্রীকে দেখে আপ্লুত অনুরাগীরাও। তাঁরা লিখেছেন, সারা সাফল্যের শিখরকে ছুঁয়েও নিজের শিকড়কে ভুলে যাননি
কলকাতা: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নতুন ছবি। আর তারপরেই হঠাৎ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে হাজির অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। অংশ নিলের নিত্যপুজোয়। অভিনেত্রীদের দেখা গেল কীর্তনে অংশ নিতেও। ধ্যানমগ্ন হয়ে কীর্তন শুনছেন তিনি, কখনও আবার নিজেই কপালে পরে নিচ্ছেন দেবতার সিঁদুর টিপ। গোলাপি শাড়ি পরেছিলেন সারা, তারও লম্বা আঁচল ঘোমটা হয়ে উঠেছে মাথায়। মুখে প্রায় মেকআপ নেই, অগোছালো করে বাঁধা চুল... এ কোন অচেনা নবাব কন্যা!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সারা আলি খানের এই ভিডিও। সংবাদসংস্থা এএনআই (ANI) থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সারার পুজো দেওয়ার ভিডিও। আর সেখানেই, একেবারে মাটির কাছাকাছি এই অভিনেত্রীকে দেখে আপ্লুত অনুরাগীরাও। তাঁরা লিখেছেন, সারা সাফল্যের শিখরকে ছুঁয়েও নিজের শিকড়কে ভুলে যাননি। সারা এদিন মন্দিরের ভিতরেও যান, পুজো দেন নিয়ম মাফিক। সারার এই কাজকে অনেকেই বেশ প্রশংসার চোখে দেখেছেন।
সদ্য মুক্তি পেয়েছে ভিকি কৌশলের (Vicky Kaushal)-এর সঙ্গে সারা আলি খানের নতুন ছবি 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবি ইনদৌরের প্রেক্ষাপটে তৈরি এবং সেখানকার এক মধ্যবিত্ত পরিবারকে ঘিরে আবর্তিত হয়। প্রসঙ্গত, 'জরা হটকে জরা বঁচকে' খানিক হালকা কমেডি ঘরানার ছবি। পয়সা উসুল এই ছবির গান এবং দুই তারকার উপস্থিতিই মূলত দর্শককে হলমুখী করছে বলে মতামত ফিল্ম সমালোচকদের। নিজের বাড়ি কেনার জন্য মধ্যবিত্ত কোনও পরিবার কতটা দূর পর্যন্ত যেতে পারে, কী কী পদক্ষেপ নিতে পারে সেই নিয়েই এই গল্প। সৌম্য ও কপিলের এই গল্প প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২ জুন।
অন্যদিকে চর্চায় রয়েছে ক্রিকেটার শুভমন গিলের (Subhman Gill)-এর সঙ্গে সারা আলি খানের সম্পর্কও। সেখানে নায়িকাকে প্রশ্ন করা হয়, কোনও ক্রিকেটারের গলায় মালা দিতে তিনি রাজি কি না? হেসে নায়িকা উত্তর দেন, বিয়ে করার জন্য জরুরি মনের মিল হওয়া। পেশা নয়। একটা সময় আমার মনে হত, আমি কোনও চিকিৎসককে বিয়ে করব না, কারণ সে পালিয়ে যাবে। জীবনের এই পর্যায়ে এসে আমার মনে হয়, কেবলমাত্র মনের মিল হলে, মানুষটা আমায় বুঝলেই আমি তাঁর গলায় মালা দিতে পারি। মানুষটার কি পেশা, সে কী করেন, তা নিয়ে আমার কিছু যায় আসে না।'
আরও পড়ুন: Nuts Good For Hair: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন