এক্সপ্লোর
Advertisement
দেখুন: ১৩ বছরের সারা যখন বাবা সইফ আলি খানের সঙ্গে গিয়েছিলেন অমিতাভের 'কেবিসি'-র সেটে
মুম্বই: বলিউডে অভিষেকের আগে থেকেই প্রচারে আলোয় ছিলেন অভিনেত্রী সারা আলি খান। প্রথম দুটি সিনেমা মুক্তি পাওয়ার পরই সারা প্রমাণ করে দিয়েছেন যে, তিনি ওই স্টারডমের অধিকারী। অভিনয়, নৃত্যু ও সৌন্দর্যের সঙ্গে সঙ্গে খোলামেলা কথাবার্তার জন্যও পরিচিত সারা। এই সারার একটি পুরানো ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।
ওই ভিডিওটি সারার ছোটবেলার। এই ভিডিওতে সারাকে দারুণ কিউট দেখিয়েছে। একটি ফ্যান পেজে সারার ১৩ বছর বয়সে ছোটবেলার ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি অমিতাভ বচ্চনের 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের। সেখানে দর্শকাসনে বসে সারাকে তাঁর বাবা সইফ আলি খানকে সমর্থন করতে দেখা গিয়েছে।
২০০৫-এ সইফ আলি খান ও প্রীতি জিন্টা তাঁদের সলাম নমস্তে-র প্রচারের জন্য 'কেবিসি' সিজন ২-তে অংশ নিয়েছিলেন। তখন সারা তাঁর এক বন্ধুকে নিয়ে অনুষ্ঠানের এই পর্বে বাবার সঙ্গে এসেছিলেন। ততদিনে অবশ্য সারার বাবা-মা সইফ ও অমৃতা সিংহর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁদের ২০০৪-এ বিবাহ বিচ্ছেদ হয়েছিল। উল্লেখ্য, সইফ ও অমৃতা তাঁদের সম্পর্কের প্রভাব কখনও সন্তানদের ওপর পড়তে দেননি। ভাইরাল ভিডিওতে অমিতাভ বচ্চনকে সারা ও তাঁর বন্ধুর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। কেবিসি-তে একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে সইফ যখন চিন্তায় পড়ে গিয়েছেন, তখন সারাকেও বেশ টেনশন করতে দেখা যায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement