এক্সপ্লোর
Advertisement
সুশান্তের সঙ্গে ব্যাঙ্কক গিয়েছিলেন সারা, দুজনে ছিলেন বিলাসবহুল হোটেলে, দাবি প্রয়াত অভিনেতার প্রাক্তন সহকারীর
প্রথম দিন তাঁরা সবাই বিচে বেড়াতে যান বলে জানিয়েছেন সাবির। বলেন, শুধু ওইদিনই। সফরের বাকি সময়টা সুশান্ত, সারা হোটেলেই ছিলেন। বন্ধুরা ঘুরতে বেরলেও তাঁরা ব্যাঙ্ককের এক বিলাসবহুল হোটেলেই সময় কাটান।
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে সিবিআই তদন্তের মধ্যে একের পর এক অজানা তথ্য সামনে আসছে। সুশান্ত একবার তাইল্যান্ড গিয়েছিলেন, সেই সফরে ৭০ লক্ষ টাকা খরচ করেছিলেন বলে সম্প্রতি এক সাক্ষাত্কারে জানিয়েছেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী, যাঁর দিকে আঙুল তোলা হচ্ছে সুশান্তের অভাবিত পরিণতির জন্য। এবার প্রয়াত অভিনেতার প্রাক্তন সহকারী সাবির আহমেদ দাবি করলেন, সুশান্তের সেই ব্যাঙ্কক সফরে সঙ্গী হয়েছিলেন অভিনেত্রী সারা আলি খানও। ওই সফরের আয়োজন করেছিল সুশান্তের পিআরও অর্থাত জনসংযোগ রক্ষাকারী টিম, যদিও সফর কাটছাঁট করতে হয়েছিল।
প্রসঙ্গত, সারা-সুশান্ত একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক কপূরের পরিচালনায় তৈরি কেদারনাথ ছবিতে।
সাবির বলেছেন, আমরা সাতজন ছিলাম। সুশান্ত, সারা, সিদ্ধার্থ গুপ্তা, কুশল জাভেরি, আব্বাস, সুশান্তের দেহরক্ষী মুস্তাক আর আমি। সুশান্তের পিআরও টিম, সারা ও দুজন স্টাফ মেম্বারের সঙ্গে সুশান্তের সফর ছিল। ২০১৮-র ডিসেম্বরের সফরে আমরা প্রাইভেট জেটে গিয়েছিলাম।
প্রথম দিন তাঁরা সবাই বিচে বেড়াতে যান বলে জানিয়েছেন সাবির। বলেন, শুধু ওইদিনই। সফরের বাকি সময়টা সুশান্ত, সারা হোটেলেই ছিলেন। বন্ধুরা ঘুরতে বেরলেও তাঁরা ব্যাঙ্ককের এক বিলাসবহুল হোটেলেই সময় কাটান।
সুনামি সতর্কতা জারি হওয়া সফর স্থগিত রাখতে হয় বলে জানিয়েছেন সাবির, এও বলেছেন, দলের বাকিরা ফিরে গেলেও তিনি ও মুস্তাক মাসখানেক ব্যাঙ্ককেই থেকে যান। সুশান্ত নিজের এটিএম কার্ড তাঁদের দিয়ে যান খরচাপাতি চালাতে।
প্রসঙ্গত, সুশান্তের টাকাপয়সা তিনি ধ্বংস করেছেন, এহেন অভিযোগের জবাবে রিয়া সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, আমার আবির্ভাবের অনেক আগেই সুশান্ত ৬ ব্যক্তির সঙ্গে তাইল্যান্ড গিয়েছিলেন।৭০ লক্ষ টাকা খরচ করেছিলেন। ওদের নিয়ে গিয়েছিলেন প্রাইভেট জেটে। ওরকম লাইফস্টাইলই ওর পছন্দ ছিল। স্টার, রাজার মতো বাঁচতে ভাসবাসত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement