এক্সপ্লোর
সোশ্যাল মিডিয়ায় সামনে এল বাবা সইফ আলি খানের সঙ্গে সারার পুরানো ছবি
গত বছরই সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে সইফ আলি খানের মেয়ে সারা আলি খানের। প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন এবং অভিষেক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নিয়েছেন সারা।
![সোশ্যাল মিডিয়ায় সামনে এল বাবা সইফ আলি খানের সঙ্গে সারার পুরানো ছবি Sara Ali Khan poses as daddys lil girl with father Saif Ali Khan সোশ্যাল মিডিয়ায় সামনে এল বাবা সইফ আলি খানের সঙ্গে সারার পুরানো ছবি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/13160203/sara-saif.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত বছরই সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে সইফ আলি খানের মেয়ে সারা আলি খানের। প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন এবং অভিষেক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নিয়েছেন সারা। বর্তমানে তিনি 'লভ আজকল ২'-র জন্য কার্তিক আরয়ানের বিপরীতে শ্যুটিং করছেন।
সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় এই তারকা-কন্যা। নেট-দুনিয়ায় তাঁর ফ্যান-ফলোয়ারের সংখ্যা প্রচুর। সম্প্রতি সারার একটি ফ্যান ক্লাব তাঁর ছোটবেলার একটা ছবি শেয়ার করেছে। ছবিতে, ছোট্ট সারাকে গাড়িতে বাবার কোলে বসে থাকতে দেখা গিয়েছে।
ছবি: সৌজন্যে ইনস্টাগ্রাম
দেখে নেওয়া যাক, বাবা-মেয়ের এখনকার ছবি-
সইফ ও অমৃতা সিংহর প্রথম সন্তান ২৩ বছরের সারা। তাঁর ভাইয়ের নাম ইব্রাহিম। এছাড়াও রয়েছে সত্ ভাই দুই বছরের তৈমুর।
ছবিটি সম্ভবত সইফের ‘সালাম নমস্তে’ (২০০৫) সিনেমার সেটে তোলা হয়েছে। কারণ, ওই সিনেমায় একই জ্যাকেট ও হেয়ারস্টাইলে দেখা গিয়েছিল সইফকে।
ছবিতে ছোট্ট সারাকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে।
![সোশ্যাল মিডিয়ায় সামনে এল বাবা সইফ আলি খানের সঙ্গে সারার পুরানো ছবি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/13104625/saif-300x169.jpg)
![সোশ্যাল মিডিয়ায় সামনে এল বাবা সইফ আলি খানের সঙ্গে সারার পুরানো ছবি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/13104625/Untitled-300x169.jpg)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)