Sara Ali Khan: কেমন জীবন সঙ্গী চান সারা? শেহনাজকে জানালেন অভিনেত্রী
Sara Ali Khan: কেমন পাত্র পছন্দ সারার? জানালেন নিজেই।
কলকাতা: সদ্য়ই মুক্তি পেয়েছে তাঁর ছবি 'গ্য়াসলাইট'। আর এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি শেহনাজের একটি শো'তে এসে সারা জানান একইসঙ্গে 'পাগল' ও 'অন্ধ' হবে। অর্থাৎ তাঁর ইচ্ছা যে অন্ধ ও পাগলের মত তাঁকে ভালবাসবে, এমন কাউকেই বিয়ে করতে চান অভিনেত্রী। সারার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত মেসি (Vikrant Messey), চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh)।
প্রসঙ্গত, 'গ্য়াসলাইট' ছবিতে ইতিমধ্য়েই প্রশংসিত হয়েছে সারার অভিনয়। এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে সারা বলেছিলেন, 'গ্যাসলাইট আমার জন্য একটি শেখার জায়গা, এর চরিত্র এবং গল্পটি আমি আগে করা চরিত্রগুলোর থেকে অনেকটাই আলাদা। এই ছবিটিতে অভিনয়ের মাধ্য়মে আমি আমার ভক্তদের কাছে অভিনয়ের বিভিন্ন শেড পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাব। ছবির গল্প এতটাই আকর্ষণীয় যে আমার বিশ্বাস এটি দর্শকের ধৈর্যে ব্যাঘাত ঘটাবে না। এমনকি এই ছবির শুটিং পর্বও বেশ উত্তেজনাপূর্ণ ছিল। দর্শক ছবিটি দেখে কী প্রতিক্রিয়া দেবে সেটাই জানার অপেক্ষায় আছি এখন।'
'গ্যাসলাইট' (Gaslight)-এর পরিচালক পবন কৃপালানি এই ছবি সম্পর্কে বলেছিলেন,'গ্যাসলাইট একটি সাসপেন্স থ্রিলার, ছবিটি আপনাকে গভীরভাবে ভাবাবে এবং গল্প যত এগোবে তত দেখা যাবে রহস্য়ের একাধিক বাঁক ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যা আগে থেকে অনুমান করা যায় না। সারা আলি খান, বিক্রান্ত মেসি এবং চিত্রাংদা সিং-এর মতো অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। পাশাপাশি, ডিজনি+ হটস্টারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পেরে আমি আপ্লুত। দর্শকের আমাদের কাজ কেমন লাগবে তা দেখার জন্য়ই আমি অধীর আগ্রতে অপেক্ষা করছি।'
আরও পড়ুন...
প্রসঙ্গত, সারা আলি খানকে (Sara Ali Khan) শেষ দেখা গিয়েছিল ধনুশের সঙ্গে 'আতরঙ্গি রে'ছবিটিতে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিটিও ডিজনি+ হটস্টারে মুক্তি পেয়েছিল। সারা-ধনুশের পাশাপাশি, এই ছবিতে দেখা মিলেছিল অক্ষয় কুমারেরও।
'গ্যাসলাইট' ছাড়াও, সারা আলি খানকে (Sara Ali Khan) 'মার্ডার মুবারক' ছবিতে দেখা যাবে। এই ছবিটির পরিচালনার দায়িত্বে আছেন হোমি আদাজানিয়া এবং লক্ষ্মণ উতেকারের। এছাড়াও একটি রম-কম ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা মিলতে চলেছে এই অভিনেত্রীর।