এক্সপ্লোর
Advertisement
সমস্যায় সারা আলি খানের কেদারনাথ, নির্মাতাদের ওপর চটে লাল মা অমৃতা
মুম্বই: বিশ বাঁও জলে সারা আলি খানের প্রথম ছবি কেদারনাথ। পরিচালক অভিষেক কপূর প্রযোজনা সংস্থা ক্রিআর্জ এনটারটেনমেন্টের প্রেরণা অরোরার সঙ্গে চুক্তি ভেঙে দিয়েছেন। প্রযোজক না থাকায় ছবিটির ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে।
কেদারনাথে সেফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে সারা রয়েছেন সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে। কিন্তু শেষ মুহূর্তে প্রেরণার সঙ্গে মতবিরোধ হওয়ায় চুক্তি ভেঙে দেন অভিষেক। বিষয়টি এখন আদালতে চলে গিয়েছে। ফলে বন্ধ ছবির কাজ। এ নিয়ে অভিষেক ফোনে অমৃতাকে বলতে যান। শুনে টুনে ভীষণ রেগে অমৃতা অভিষেককে এক গাদা কথা শুনিয়ে দেন।
তাঁর বক্তব্য, এ সব উটকো ঝামেলায় তাঁর মেয়ের বলিউডে অভিষেক পিছিয়ে যাচ্ছে। দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হয় বলেও খবর।
কেদারনাথের সমস্যা আরও বাড়িয়ে প্রেরণার ছেড়ে দেওয়া ছবিটি প্রযোজনা করতে অন্য কোনও সংস্থাও আগ্রহ দেখাচ্ছে না। বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় জটিলতা আরও বেড়েছে।
জানা যাচ্ছে, ২১ ডিসেম্বর কেদারনাথের মুক্তি নিয়ে প্রেরণা খুব একটা আগ্রহী ছিলেন না কারণ তাহলে তার সংঘর্ষ হত শাহরুখ খান-অনুষ্কা শর্মা-ক্যাটরিনা কাইফের ছবি জিরো-র সঙ্গে। কিন্তু অভিষেক ওই তারিখেই জেদ ধরে থেকে টুইটারে তা ঘোষণাও করে দেন। এতে চটে যান প্রেরণা।
যদিও এখন ছবিটি কবে মুক্তি পাবে তা নিয়ে আর কিছু জানা যায়নি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement