এক্সপ্লোর
জাহ্নবীর জনপ্রিয়তায় শঙ্কিত, টেনশন কাটাতে মন্দিরে ছুটছেন সারা আলি খান
মুম্বই: সারা আলি খানের কেদারনাথের প্রথমার্ধের শ্যুটিং শেষ। কিন্তু সারার ধারণা, তাঁর ছবি, ছবির পোস্টার এ সব নিয়ে মানুষের খুব একটা হেলদোল নেই। অথচ জাহ্নবী কপূরের প্রথম ছবি ধড়কের পোস্টার সবে রিলিজ করেছে, তা নিয়ে হইচই পড়ে গিয়েছে! উদ্বেগ কাটাতে সেফ কন্যা এখন দেবদেবীর দ্বারস্থ হয়েছেন।
মাত্র কদিন আগে নেপোটিজম বিতর্কে তোলপাড় হয়েছে বলিউড। কিন্তু এখন দেখা যাচ্ছে, তারকা সন্তানদের জন্যও টিনসেল টাউন খুব একটা মসৃণ জায়গা নয়। যেভাবে একের পর এক স্টার কিড স্টারডমের সন্ধানে এখানে আসছেন, তাতে সাফল্য না পেলে তাঁদের টিকে থাকা মুশকিল। আর এই চাপেই পড়েছেন সেফ আলি খানের একমাত্র মেয়ে সারা।
সারার ধারণা, তাঁর প্রথম ছবি কেদারনাথ নিয়ে মানুষের তেমন আগ্রহ তৈরি হচ্ছে না। কিন্তু শ্রীদেবীর মেয়ে ও সারার ঘনিষ্ঠ বন্ধু জাহ্নবীর প্রথম ছবি ধড়কের পোস্টার মাত্র বেরিয়েছে, তাতেই পড়ে গিয়েছে হইচই! অথচ জাহ্নবীর নায়ক নেহাতই নতুন, শাহিদ কপূরের তুতো ভাই ইশান খাট্টার, যাঁর নামই কেউ জানে না কিন্তু তাঁর নায়ক অপেক্ষাকৃত প্রতিষ্ঠিত, সুশান্ত সিংহ রাজপুত।
এ নিয়ে সারা এতটাই টেনশনে পড়েছেন যে কেদারনাথের প্রযোজক একতা কপূর তাঁকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন উদ্বেগ কমিয়ে মাথা ঠান্ডা করাতে। মেয়ের টেনশনই সংক্রমিত হয়েছে মা অমৃতা সিংহের মধ্যে, তিনি গিয়ে ধরেছেন কেদারনাথ পরিচালক অভিষেক কপূরকে।
অভিষেক আবার মা-মেয়েকে বুঝিয়েছেন, কার পোস্টার নিয়ে কতটা হইহল্লা চলছে তার ভিত্তিতে কিছু হয় না, শেষ পর্যন্ত ভাল ছবিই দর্শক জিততে পারবে।
তবে যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে, উদ্বেগ কাটিয়ে ফোকাস ফিরে পেতে মন্দিরে ছোটাছুটি আপাতত অব্যাহত রাখতে হবে সেফ কন্যাকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement