'1899' on Netflix: 'তৈরি হোক '১৮৯৯'-এর দ্বিতীয় সিজন', নেটফ্লিক্সের উদ্দেশে পিটিশনে সই ১২ হাজার অনুরাগীর
'1899': 'খুব দুঃখের সঙ্গে আপনাদের বলতে হচ্ছে, '১৮৯৯'-এর পুনর্নবীকরণ হবে না। এই দুর্দান্ত সফর দ্বিতীয় ও তৃতীয় মরসুমের সঙ্গে শেষ করতে খুবই চেয়েছিলাম আমরা যেমন 'ডার্ক'-এর জন্য করেছিলাম।'
নয়াদিল্লি: কোনও গল্প যদি মাঝপথে শেষ হয়ে যায় তার তো একটা 'হ্যাপি এন্ডিং' (Happy Ending) প্রয়োজন, তাই না? 'নেটফ্লিক্স'-এর কল্পবিজ্ঞান ঘরানার সিরিজ '১৮৯৯' (1899) গত নভেম্বর মাসে প্রথম মুক্তির পর দ্বিতীয় সিজন বাতিল করে দেওয়ায়, সেটাই দাবি করছেন অনুরাগীরা। সকলেই অধীর আগ্রহে সিরিজের দ্বিতীয় ভাগের অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই আশায় জল পড়ে যায়, সিরিজের নির্মাতা ইয়ানশে ফ্রিশে (Jantje Friese) ও বারান বো ওডার (Baran Bo Odar) যখন যৌথ বিবৃতি জারি করে জানান যে তাঁরা সিরিজের দ্বিতীয় ভাগ আনছেন না (non-renewal)।
'১৮৯৯' দ্বিতীয় সিজনের দাবিতে অনুরাগীরা
নির্মাতাদের তরফে জারি হওয়া বিবৃতিতে লেখা হয়, 'খুব দুঃখের সঙ্গে আপনাদের বলতে হচ্ছে, '১৮৯৯'-এর পুনর্নবীকরণ হবে না। এই দুর্দান্ত সফর দ্বিতীয় ও তৃতীয় মরসুমের সঙ্গে শেষ করতে খুবই চেয়েছিলাম আমরা যেমন 'ডার্ক'-এর জন্য করেছিলাম। কিন্তু কখনও কখনও যেমন ভাবি আমরা সেরকম কাজ হয় না। জীবনটাই এমন।' এগজিকিউটিভ প্রযোজকের তরফেও বলা হয়, 'আমরা জানি এই খবরে কোটি কোটি অনুরাগী দুঃখ পাবেন। কিন্তু তাঁদের প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এই সফরে পাশে থাকার জন্য। আপনাদের আমরা ভালবাসি। কখনও ভুলব না।'
View this post on Instagram
এই খবর প্রকাশ্যে আসার পরে আশাহত অনুরাগীরা। তাঁরা পিটিশনও সই করতে শুরু করেছেন। এই বাতিলের সিদ্ধান্ত বদলের জন্য নেটফ্লিক্সের কাছে আবেদন করে সেই মর্মে পিটিশন তৈরি হয়েছে। এক অনুরাগীর শুরু করা পিটিশনে লেখা হয়েছে, 'এই '১৮৯৯' সিরিজটি নিশ্চিতভাবে একাধিক সিজনের কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল। প্রথম সিজনের শেষে একাধিক উত্তর না পাওয়া প্রশ্ন রয়ে গেছে। আমরা চাই শো-টির পরবর্তী সিজন আসুক এবং একটি ঠিকঠাক সমাপ্তি হোক গল্পের।' সেই পিটিশনে সই করেছেন ১২,০০০-এরও বেশি অনুরাগীরা।