TMC News: 'কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই', নাম না করে ফিরহাদকে নিশানা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুনের।
ABP Ananda Live: ফিরহাদের 'লঘু' মন্তব্যের সমালোচনায় তৃণমূলের আরও এক সংখ্যালঘু মুখ। নাম না করে ফিরহাদকে নিশানা ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IPS হুমায়ুন কবীরের। 'কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই'। '৫ সন্তান রিক্সাওয়ালা, সব্জিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার হবে, এটা ঠিক?' 'নাকি ২ সন্তান শিক্ষক, ডাক্তার, নিদেনপক্ষে আমার মতো পুলিশ হবে, সেটা ভাল?' প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় সরব ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
বাংলাদেশের সিলেটে ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে থামাতে নামাতে হল সেনা। এই সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৬০ জন।
ভারতের বিরুদ্ধে লাগাতার হুমকি, হুঁশিয়ারি, যুদ্ধজিগির থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্য়র্পণের দাবি। কিন্তু তাদের নিজের দেশেই চরমে উঠেছে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি। বাংলাদেশের সিলেটে সামান্য় মোবাইলে চার্জ দেওয়া নিয়ে এমন সংঘর্ষ বাধে যে, আহত হয় ৬০ জন। এমন অবস্থা হয়, যে, নামাতে হয় সেনাবাহিনী।