আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'সত্যজিত্ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' স্করসেসি-জাবোকে
সত্যজিত্ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন পরিচালক মার্টিন স্করসেসি, ইস্তভান জাবো।
নয়াদিল্লি: সত্যজিত্ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন আমেরিকান পরিচালক মার্টিন স্করসেসি ও হাঙ্গেরির পরিচালক ইস্তভান জাবো। ৫২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (International Film Festival of India) তাঁদের সম্মানিত করা হবে। এমনটাই খবর তথ্য-সম্প্রচারমন্ত্রক সূত্রে। এই চলচ্চিত্র উৎসবটি গোয়ায় শুরু হচ্ছে ২০ নভেম্বর থেকে।
১৯৮১ সালের 'মেফিস্টো' (Mephisto) ও ১৯৬৬ সালের 'ফাদার' (Father) জাবোর তৈরি অন্যতম জনপ্রিয় দুটি ছবি। অন্যদিকে 'নিউ হলিউড এরা'-র অন্যতম জনপ্রিয় এবং বিশিষ্ট পরিচালক হলেন মার্টিন স্করসেসি। তিনি চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ ও প্রভাবশালী পরিচালকদের অন্যতম।
আরও পড়ুন: The Big Picture Show: দীপিকা থাকতেও অর্জুন কপূরের জন্য মন ধুকপুক করে রণবীর সিংহের!
আরও পড়ুন: স্থগিত শ্যুটিং, আগামীকাল সকাল ১১টায় ফের এনসিবি দফতরে হাজিরা অনন্যার
কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে সম্মান জানাতে, এপ্রিল মাসে মন্ত্রকের তরফে তাঁর শততম জন্মবার্ষিকী উপলক্ষে গোটা ভারত এবং বিদেশে বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করার ঘোষণা করা হয়। তাঁর পরবর্তী প্রজন্মের শিল্পীদের স্বীকৃতি দেওয়ার জন্য, মন্ত্রণালয় এই বছর থেকে শুরু করেছে 'সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন সিনেমা'। এই বছর চলচ্চিত্রের ফরম্যাটেও বেশ কিছু বদল আনা হয়েছে।
IFFI এই প্রথমবার, মেজর ওভার দ্য টপ (OTT) প্ল্যাটফর্মগুলিকে উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জি ফাইভ, ভুট এবং সনি লিভের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলি এই বছর অংশ নিচ্ছে উৎসবে। নেটফ্লিক্স একটি তিন দিনের ভার্চুয়াল মাস্টারক্লাসের আয়োজন করছে।