Emraan Hashmi on Dybbuk: ভূতে বিশ্বাস করেন? 'ডিবুক' ছবির ট্রেলার লঞ্চে ইমরান হাসমি ফাঁস করলেন গোপন কথা
ইমরান হাসমিকে এর আগে একাধিক হরর ফিল্মে অভিনয় করতে দেখা গিয়েছে। তিনি যেমন মহেশ ভট্টের 'রাজ' সিরিজে কাজ করেছেন। তেমনই বিশাল ভরদ্বাজের 'এক থি ডায়ন'-এও অভিনয় করেছেন।
মুম্বই : বলিউড অভিনেতা ইমরান হাসমিকে এবার দেখা যেতে চলেছে হরর ফিল্ম 'ডিবুক'-এ (Dybbuk)। মরিশাসের পটভূমিতে তৈরি এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে ইমরান হাসমি (Emraan Hashmi) জানিয়েছেন, হরর ফিল্মের সঙ্গে তাঁর ভালবাসার সম্পর্ক এখনই শেষ হচ্ছে না। 'ডিবুক' আসলে ২০১৭ সালে মুক্তি পাওয়া মালয়ালম ছবি 'এজ্রা'-র রিমেক। যে ছবিতে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ সুকুমারন। ইমরান হাসমিকে এর আগে একাধিক হরর ফিল্মে অভিনয় করতে দেখা গিয়েছে। তিনি যেমন মহেশ ভট্টের 'রাজ' সিরিজে কাজ করেছেন। তেমনই বিশাল ভরদ্বাজের 'এক থি ডায়ন'-এও অভিনয় করেছেন।
আরও পড়ুন - Parineeti on Healthy Life: জীবনে খুশি থাকার গোপন রহস্য কী? জানাচ্ছেন পরিণীতি চোপড়া
'ডিবুক'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে ইমরান হাসমি বলেছেন, 'আমি শেষ হরর ফিল্মে অভিনয় করেছি বছর পাঁচেক আগে। তার মানে এই নয় যে, হরর ফিল্মের সঙ্গে আমার লাভস্টোরি শেষ হয়ে গিয়েছে। বরং, আমাদের এই প্রেমের সম্পর্ক চলবে। আর এই ছবিতে আমি এমন এক চরিত্রে অভিনয় করছি, যা আগে কখনও করিনি। পাশাপাশি, এই ছবির গল্প বলার কায়দাটা অসাধারণ। কিছু প্রশ্নও তুলে ধরা হয়েছে।'
এই ছবিটি পরিচালনা করেছেন জে কে। তিনিই মালয়ালম ছবি 'এজ্রা' পরিচালনা করেছিলেন। তিনিই এবার রিমেক ছবির মাধ্যমে বলতে চাইছেন আত্মার শক্তি সম্পর্কে। এই বিষয়ে কথা বলতে গিয়ে ৪২ বছর বয়সী অভিনেতা ইমরান হাসমি বলেছেন, 'অনেক অভিনেতাকেই দেখি হরর ছবিতে অভিনয় করতে লজ্জা পায়। আমার এমনটা নয়। আমি তো সেই ছোটবেলা থেকে হরর ফিল্ম দেখছি। ভাল লাগে। দেখতে। এখন অভিনয় করতেও খুব ভাল লাগে। উপভোগ করি। এখন অনেকেই হরর কমেডি ছবি তৈরি করছেন। আমার মতে, ভয়ের সঙ্গে হাসিকে না মেলানোই ভাল। দুটোর কোনওটাই ঠিকমতো হয়ে ওঠে না। তাই ভয়ের ছবি তৈরি হওয়াটা খুব জরুরি। কারণ, আমাদের দেশে তুলনায় এই ধরনের ছবি কম তৈরি হয়েছে।'
পরিচালক জে কে, ইমরান হাসমির কথার রেশ ধরেই বলেছেন, 'আমাদের দেশ অনেক বড়। এখানে নানারকমের মানুষের বাস। নানা জায়গায় নানা বৈচিত্র। তবে, ভয়টা সব জায়গাতেই আছে। তাই হরর ছবি আরও বেশি হওয়াটা দরকার। বলিউডের তারকারা অনেকেই এই ধরনের ছবিতে অভিনয় করতে চান না। তাই এসব ছবির বাজেটও কম হয়।' ইমরান হাসমিকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ভূতে বিশ্বাস করেন? জবাবে ইমরান হাসমি বলেন, 'হ্যাঁ। ৫০-৫০। হ্যাঁ, তাই এই ছবিগুলোতে অভিনয় করি। নিজের বিশ্বাস না থাকলে অভিনয় করবো কীভাবে। ভূত বলে যে কিছু নেই, এমনটা বলবো না। আমি না দেখতে পেলেই তার কোনও অস্তিত্ব নেই, এটা পোক্ত যুক্তি নয়। বরং, যতদিন ভূতকে দেখা না যাচ্ছে, ততদিন ভূতের ছবি তৈরি হতে থাক।' প্রসঙ্গত, অক্টোবরের ২৯ তারিখ আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে 'ডিবুক'। এই ছবিতে ইমরান হাসমি ছাড়াও অভিনয় করেছেন, নিকিতা দত্ত এবং মানব কলের মতো তারকারা।