Seema Biswas: 'রক্তবীজ ২' আর 'ফ্যামিলি ম্যান ৩', দুই ছবিতে ২ দেশের প্রধানমন্ত্রী সীমা বিশ্বাস! কেমন অভিজ্ঞতা হল অভিনেত্রীর?
Seema Biswas News: 'ফ্যামিলি ম্যান ৩'-তে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখা গিয়েছে সীমা বিশ্বাসকে। আর 'রক্তবীজ ২'-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছে সীমা বিশ্বাসকে।

কলকাতা: যোগসূত্র সীমা বিশ্বাস (Seema Biswas)। কিন্তু শুধুই কী তিনি? সদ্য় মুক্তি পাওয়া 'ফ্যামিলি ম্যান ৩' (Family Man 3) বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে! আর এই ছবির সঙ্গে মিল রয়েছে পুজোয় মুক্ত পাওয়া বাংলা ছবি 'রক্তবীজ ২'-এর! সিনেমাটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। মনোজ বাজপেয়ী অভিনীত এই গোয়েন্দা থ্রিলার আর 'রক্তবীজ ২'- মধ্যে সাদৃশ্য নিয়ে আলোচনা করেছেন দর্শকেরা। প্রথমত, এই দুটি কাজেই অভিনয় করেছেন সীমা বিশ্বাস। তাঁর চরিত্র ও কিছুটা একই ধরণের।
'ফ্যামিলি ম্যান ৩'-তে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখা গিয়েছে সীমা বিশ্বাসকে। আর 'রক্তবীজ ২'-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছে সীমা বিশ্বাসকে। ২ চরিত্রের মধ্যে অদ্ভুত মিল। অন্যদিকে, ‘রক্তবীজ ২’ ছবির কেন্দ্রে আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) চরিত্র পঙ্কজ সিংহ এবং ‘ফ্যামিলি ম্যান ৩’ এর কেন্দ্রে শ্রীকান্ত তিওয়ারি, তাঁদের চরিত্রের মধ্যেও রয়েছে অদ্ভুত মিল। বাস্তবতা, রাজনীতি আর থ্রিল, এই ৩-এ যেমন মিলেমিশে গিয়েছিল 'রক্তবীজ ২', তেমনই মিশে গিয়েছে 'ফ্যামিলি ম্যান ৩' -ও। অনুরাগীরা ২ সিনেমা আর সিরিজের মধ্যে মিল খুঁজে পেয়েছে জেনে, খুশি প্রযোজনা সংস্থা উইন্ডোজ় ও!
এই দুটি চরিত্র নিয়ে সীমা বিশ্বাস বলছেন, 'দুটি চরিত্রই আলাদা আলাদা আবেগ, আলাদা শক্তি আর আবহের দাবি করেছিল। সেটাই কেবল ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি। 'রক্তবীজ ২' -তে বাংলাদেশ আর ভারতের অস্থিরতাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল চিত্রনাট্য। তবে 'ফ্যামিলি ম্যান ৩'-তে আবার প্রেক্ষাপট ছিল একেবারেই আলাদা। আমার কাছে এই ২টি চরিত্রের মধ্যে যেটা একইরকম ছিল, সেটা হল নেতানেত্রীদেরও যে একটা মানবিক দিক থাকে, সেটাকে ফুটিয়ে তোলা। সেখানে ভয় থাকে, দায়িত্ব থাকে, আর থাকে সিদ্ধান্ত নেওয়ার ভর ও ভার। মানুষ যে এই ২টি সিনেমা ও সিরিজে আমার কাজ ভালবেসেছেন, আমি তাতে ভীষণ খুশি।'
প্রসঙ্গত, আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। এই ছবির পরে চর্চায় এসেছিল আবির আর মিমির রসায়ন ও। এই ছবিতে নেতিবাচক ভূমিকায় দেখা গিয়েছিল অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-কে। ‘ফ্যামিলি ম্যান ৩’ এর কেন্দ্রে শ্রীকান্ত তিওয়ারি আর 'রক্তবীজ ২'-এ আবিরের চরিত্রেও মিল রয়েছে। ২ জনেই রাষ্ট্রের দায়িত্ব সামলাতে গিয়ে নানা নৈতিক দ্বিধা দ্বন্দ্বের মুখোমুখি হন, এবং সত্য ও নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে নিয়ম ভাঙতেও বাধ্য হন।























