এক্সপ্লোর
Advertisement
Protest in Mannat: তাঁর ছবিতে সই করতেই হবে শাহরুখকে, 'মান্নত'-এর সামনে ধর্নায় তরুণ পরিচালক
Mannat Protest: পেশায় পরিচালক জয়ন্ত সিগে। শাহরুখের বাসভবন মান্নত-এর সামনে ধর্নায় বসেন তিনি। যুবকের আর্জি, তাঁর ছবিতে সই করুন শাহরুখ। সেই জেদ ধরেই মান্নত-এর সামনে বসে আছেন জয়ন্ত।
মুম্বই: ফের কবে বড় পর্দায় দেখে যাবে শাহরুখ খানকে? সেই প্রশ্নের উত্তর পেতে উৎসুক তাঁর অনুরাগীরা। আর এমন সময়ই শাহরুখ খানকে নিয়ে সিনেমা করার জন্য অভিনেতার বাড়ির সামনে ধর্নায় বসলেন যুবক। বেঙ্গালুরুর যুবকের দাবি, তাঁর ছবিতে সই করতে হবে কিং খানকে। যতক্ষণ না তিনি রাজি হবেন ততক্ষণ শাহরুখের বাসভবন মান্নত-এর সামনে বসে থাকবেন।
পেশায় পরিচালক জয়ন্ত সিগে। শাহরুখের বাসভবন মান্নত-এর সামনে ধর্নায় বসেন তিনি। যুবকের আর্জি, তাঁর ছবিতে সই করুন শাহরুখ। সেই জেদ ধরেই মান্নত-এর সামনে বসে আছেন জয়ন্ত। জানা গিয়েছে, গত বছর অগাস্ট মাসে শাহরুখকে নিয়ে সিনেমা তৈরির ইচ্ছা হয় তাঁর। ২০১৮ সালের শেষ বড় পর্দায় দেখা যায় তাঁকে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, শাহরুখ সিনেমায় সই না করলে এখানেই থাকব।
শাহরুখকে কবে বড় পর্দায় দেখা যাবে সেই অপেক্ষায় আছেন তাঁর অনুরাগীরা। এই অবস্থায় শাহরুখ নিয়ে সিনেমা তৈরির কথা ভাবেন ওই যুবক। গত সপ্তাহে প্ল্যাকার্ড হাতে 'মান্নত'-এর সামনে ঘুরঘুর করতে দেখা যায় ওই যুবককে। এই দৃশ্য দেখে অনেকেই এগিয়ে আসেন। যুবকের কাছে জানতে চান, কী করছেন তিনি সেখানে। তখনই জয়ন্ত জানান, নতুন বছরে ইচ্ছা শাহরুখ তাঁর সিনেমায় সই করুক কিং খান।
“কেহ্তে হ্যায় কিসি চিজ কো দিল সে চাহো তো, পুরি কায়নাত উসে তুমসে মিলানে কে কোসিশ মে লাগ যাতি হ্যায়…” শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার এই সংলাপকে শিরোধার্য করেই মান্নাতের সামনে বসে আছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, রোজ সকাল থেকে মাঝরাত পর্যন্ত মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকি। মান্নত-এর নিরাপত্তারক্ষীদের জানিয়েছি, আমি শাহরুখ খানকে নিয়ে ছবি বানাতে চাই। আমার বিশ্বাস কোনও জিনিসকে মন থেকে চাইলে তা পাওয়া যায়।
উল্লেখ্য, ২০১৮ সালে 'জিরো' সিনেমায় শেষ দেখা যায় শাহরুখ খানকে। তারপর থেকে কার্যত দেখা যাচ্ছে না তাঁকে। আগামী ছবি নিয়েও কোনও কিছু শোনা যাচ্ছে না। আদৌ তিনি নতুন কোনও ছবি সই করবেন কি? জানার অপেক্ষা করছেন অনুরাগীরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement