Shah Rukh Khan: মন্নতের ছাদে পতাকা উত্তোলন আব্রামের, সপরিবারে ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারে শাহরুখ খান
Shah Rukh Khan Update: সোশ্যাল মিডিয়ায় এই পতাকা উত্তোলনের ভিডিও ভাগ করে নিয়েছেন 'বাদশা' খোদ। লিখেছেন, 'বাড়িতেই ছোটদের স্বাধীনতা সংগ্রামের মর্ম ও গুরুত্ব শেখানোর চেষ্টা।
![Shah Rukh Khan: মন্নতের ছাদে পতাকা উত্তোলন আব্রামের, সপরিবারে ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারে শাহরুখ খান Shah Rukh Khan: Actor Shah Rukh Khan celebrated Har Ghar Tiranga just before 15th August, shares video on social media Shah Rukh Khan: মন্নতের ছাদে পতাকা উত্তোলন আব্রামের, সপরিবারে ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারে শাহরুখ খান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/15/f49401d89600295d76f8f413c143deab166050180166949_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: তিনি যেন সবসময় আর সবার থেকে আলাদা, অনন্য। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সপরিবারে ‘হর ঘর তিরঙ্গা’-র প্রচারে যোগ দিলেন মায়ানগরীর 'বাদশা'। মন্নতের ছাদে, মেঘলা আকাশের বুকে ঝলমল করে উঠল ভারতের পতাকা। ছোট্ট আব্রামের (Abram Khan) হাতের টানে হল পতাকা উত্তোলন, রইলেন গৌরী খান (Gouri Khan), আরিয়ান খান (Aryan Khan) আর.. শাহরুখ খান (Shah Rukh Khan)।
সোশ্যাল মিডিয়ায় এই পতাকা উত্তোলনের ভিডিও ভাগ করে নিয়েছেন 'বাদশা' খোদ। লিখেছেন, 'বাড়িতেই ছোটদের স্বাধীনতা সংগ্রামের মর্ম ও গুরুত্ব শেখানোর চেষ্টা। আরও অনেকটা সময় লাগবে। কিন্তু পতাকা তুলল বাড়ির সবচেয়ে ছোট সদস্য যে আমাদের সর্বদা গর্বিত করে।'
View this post on Instagram
পতাকা উত্তোলনের ছবি শেয়ার করে নিয়েছেন গৌরী খানও। লিখেছেন ‘শুভ স্বাধীনতা দিবস’। তবে চার জনের মাঝে মেয়ে সুহানা খানের অনুপস্থিতি টের পেয়েছেন অনৃুরাগীরা। ব্যস্ততার জন্যই পরিবারের সঙ্গে যোগ দিতে পারেননি সুহানা।
View this post on Instagram
আরও পড়ুন: Film Kirtan News: এবার অভিমুন্যর পরিচালনায় গৌরব-অরুণিমা জুটি, 'কীর্তন'-এর সঙ্গী পরাণ বন্দ্যোপাধ্যায়ও
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)