Ahmedabad Plane Crash: 'কল্পনাও করতে পারছি না, শুধুই প্রার্থনা...' আমদাবাদের বিমান দুর্ঘটনার খবরে বিলাপ বলি তারকাদের
Bollywood on Ahmedabad Plane Crash: ক্রীড়ামহল থেকে শুরু করে রুপোলি পর্দা, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন সবাই

মুম্বই: আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই, শিউরে উঠেছেন সবাই। সাম্প্রতিককালে ভারতে এত বড় বিমান দুর্ঘটনা দেখা যায়নি। ক্রীড়ামহল থেকে শুরু করে রুপোলি পর্দা, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন সবাই। শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে আমির খান (Amir Khan), অল্লু অর্জুন (Allu Arjun) থেকে শুরু করে আলিয়া ভট্ট (Alia Bhatt), ভিকি কৌশল (Vicky Kaushal) থেকে শুরু করে করিনা কপূর খান (Kareena Kapoor Khan), প্রত্যেকেই আমদাবাজ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) শোকপ্রকাশ করেছেন। প্রত্যেকেই ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।
শাহরুখ খান এক্স-এ পোস্ট করে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন- 'আমদাবাদে হওয়া দুর্ঘটনার খবর শুনে ভেঙে পড়েছি। শোকাহতদের, তাদের পরিবার এবং সকল ক্ষতিগ্রস্তদের জন্য আমার প্রার্থনা।'
Absolutely heartbroken with the news about the crash in Ahmedabad… my prayers for the victims, their families and all affected.
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2025
অন্যদিকে, আমির খান ইনস্টাগ্রামে পোস্ট করে দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন- 'আজ ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আমরা শোকস্তদ্ধ। এই বিশাল ক্ষতির মুহূর্তে, আমাদের সমবেদনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে আছে। আমরা এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সম্প্রদায় এবং উদ্ধারকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। ভারত শক্তিশালী থাকুক।'
View this post on Instagram
অল্লু অর্জুন এই ঘটনায় লিখেছেন, 'আমদাবাদের দুর্ঘটনার কথা শুনে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এই ঘটনায় যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের পরিবারের পাশে আছি। আহতরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। মৃতদের আত্মাদের শান্তি কামনা করি। সত্যি দুমড়ে মুচড়ে যাচ্ছি।'
ইনস্টাগ্রামে আলি ভট্ট লিখেছেন, 'কী ভয়াবহ ঘটনা! সমস্ত যাত্রী আর বিমান ক্রুদের জন্য আমার হৃদয় কেঁদে উঠছে। প্রার্থনা করছি সবার জন্য, নিহতদের পরিবারের জন্য।'
এই ঘটনায় ভিকি কৌশল লিখেছেন, 'আমদাবাদের ঘটনা ভয়াবহ। হৃদয় বিদারক। যে ২৪২ জন প্যাসেঞ্জার বিমানে উঠেছিলেন, তাঁদের সবার জন্য আমার হৃদয় কেঁদে উঠছে। প্রত্যেকের পরিবারের জন্য প্রার্থনা করছি। যাঁরা আহত, তাড়াতাড়ি সেরে উঠুন।'






















