এক্সপ্লোর
Advertisement
অ্যাপেল-এর নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হলেন শাহরুখ খান
মুম্বই: অ্যাপেল-এর নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হলেন বলিউড বাদশা শাহরুখ খান।
প্রসঙ্গত, মাসখানেক আগে অ্যাপেল ইনক্লিউসিভের সিইও টিম কুক গিয়েছিলেন শাহরুখ খানের বাংলো মন্নতে অভিনেতার সঙ্গে দেখা করতে।সেখানে টিম কুকের সম্মানে বিশাল বিলাসবহুল নৈশভোজের আয়োজন করেন বাদশা। সে ছবি তিনি শেয়ারও করেছিলেন ইন্সটাগ্রামে।
মূলত কুকের শাহরুখের সঙ্গে সেই সাক্ষাত্কার সম্পর্কে নানা জল্পনাও শুরু হয়। অনেকেই বলেন হয়তো তাঁরা দুজনে কোনও প্রজেক্টের জন্যে গাঁটছড়া বাঁধছেন। তবে ভারতে স্মার্টফোনের বাজার কেমন এবং ব্যবসার প্রসার কতটা বুঝতে এদেশে এসেছিলেন কুক। এখানে এসে কুক কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছিলেন শাহরুখের ভক্তসংখ্যা, বাদশার জন্যে তাদের পাগলামো দেখে। এরপরই এল সেই সুখবরটি। শাহরুখ নিযুক্ত হলেন অ্যাপেল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে।
সম্প্রতি কানাডায় টেড টকে উপস্থিত হয়ে সেখানকার দর্শকদের মোহিত করে রেখেছিলেন বাদশা। এইমুহূর্তে শাহরুখ ব্যস্ত রয়েছেন ইমতিয়াজ আলির 'দ্য রিং'-এর শ্যুটিং নিয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন অনুষ্কা শর্মা। এছাড়া আনন্দ এল.রাইয়ের একটি ছবিতেও কাজ করছেন বাদশা। সেখানে তিনি বামনের চরিত্রে অভিনয় করছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement