Gambhir on SRK Birthday: 'আমাদের জীবনে চকচক করা সবথেকে উজ্বল তারা', শাহরুখের জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা গম্ভীরের
SRK Birthday: আজ ৬০ বছরে পা দিলেন 'বলিউড বাদশা' শাহরুখ খান।

নয়াদিল্লি: আজ ২ নভেম্বর, শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন। শাহরুখপ্রেমীদের জন্য নিঃসন্দেহেই আজকের দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনেই শাহরুখকে এক ঝলক দেখার জন্য তাঁর বাড়ির বাইরে কাতারে কাতারে অনুরাগীরা ভিড় জমান। দেশ, বিদেশ, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্ষেত্রের লোকজনরা এই দিনে শাহরুখকে শুভেচ্ছা জানান। সেই তালিকায় সামিল গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। এই বিশেষ দিনে 'বলিউড বাদশা'-কে শুভেচ্ছা জানালেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে গৌতম গম্ভীর লেখেন, 'আমাদের জীবনে চকচক করা সবথেকে উজ্বল তারাকে জন্মদিনের শুভেচ্ছা। ওঁর সাফল্য থেকে কেবল ওঁর মানবিকতা চারুতাই এগিয়ে। অনেক অনেক ভালবাসা রইল।'
Birthday greetings to the brightest star shining in our lives! His success is second only to his humility & grace! Lots of love @iamsrk pic.twitter.com/n7qps9Plo5
— Gautam Gambhir (@GautamGambhir) November 2, 2025
গম্ভীর এবং শাহরুখের সম্পর্ক বহুদিনের। দুইজন একে অপরের বেশ কাছেরও। শাহরুখের মালিকাধীন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘ সময় অধিনায়কত্ব করেছেন গম্ভীর। কেকেআর তাঁর নেতৃত্বেই তো দুইবার আইপিএল খেতাব জেতে। শাহরুখই ফের একবার গম্ভীরকে দলের মেন্টর করে নিয়ে আসেন। সেই ভূমিকাতেও সফল গম্ভীর। তাঁর মেন্টরশিপেই কেকেআর তৃতীয় আইপিএল খেতাব জেতে। অতীতে শাহরুখকে বারংবার গম্ভীরের প্রশংসা করতে, তাঁর প্রতি নিজের ভালবাসা, সম্মানের কথা বলতে শোনা গিয়েছে। এবার তাঁর জন্মদিনেই শুভেচ্ছা জানালেন গম্ভীর।
অবশ্য গম্ভীর একা নন, ভারতীয় প্রাক্তনীদের মধ্যে সুরেশ রায়না, হরভজন সিংহরাও শাহরুখের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। রায়না লেখেন, 'শুভ জন্মদিন শাহরুখ ভাই। তোমার সঙ্গে দেখা করা এবং তুমি যে ইতিবাচক এনার্জিটা নিয়ে আস, সেটার সাক্ষী থাকাটা সবসময়ই অত্যন্ত আনন্দের। আমাদের সকলকে এভাবেই অনুপ্রাণিত করতে থাক।'
Happy Birthday Shah Rukh bhai! 🎂
— Suresh Raina🇮🇳 (@ImRaina) November 2, 2025
Always a joy to meet you and feel that incredible positivity you bring wherever you go. Keep inspiring us all! ❤️🙌 @iamsrk #HappyBirthdaySRK pic.twitter.com/fNqIM36imA
তবে অন্যান্য বারের মতো এবার শাহরুখ নিজের বাড়ি থেকে অনুরাগীদের অভিবাদন কুড়োতে বাইরে বেরিয়ে আসেননি। কেন চিরাচরত নিয়মের বিরুদ্ধাচারণ হল এবার? এক্স মাধ্যমেই নিজেই কারণ জানিয়েছেন শাহরুখ খান। অনুরাগীদের জন্য বার্তা দিয়ে বাদশা লিখেছেন, কর্তৃপক্ষের উপদেশে এবারটা আর প্রতি বছরের মতো মন্নতে দাঁড়িয়ে সকলের সঙ্গে দেখা করা হবে না তাঁর। অপেক্ষারত সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। শাহরুখ জানিয়েছেন, তিনি অত্যন্ত দুঃখিত। কিন্তু সকলের নিরাপত্তার জন্য, ভিড় নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শাহরুখ লিখেছেন, 'ধন্যবাদ আমায় বোঝার জন্য। আমায় বিশ্বাস করার জন্য। আপনাদের সঙ্গে দেখা না হওয়াটা আমি আপনাদের থেকেও অনেক বেশি মিস করব। সবাইকে ভালবাসি।'






















