(Source: ECI/ABP News/ABP Majha)
DDLJ: শাহরুখ-অনুরাগীদের জন্য সুখবর, প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাবে DDLJ, সৌজন্যে অভিনেতার জন্মদিন
Shah Rukh Khan: মঙ্গলবার, সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে জানানো হয়েছে যে রাজ-সিমরনের প্রেম কাহিনি দেখানো হবে 'পিভিআর', 'আইনক্স' ও 'সিনেপলিস'-এর দেশজুড়ে প্রেক্ষাগৃহে।
নয়াদিল্লি: রাত পোহালেই বলিউডের বাদশার (Badshah) জন্মদিন। তার আগের দিনই শাহরুখ অনুরাগীদের জন্য বড় ঘোষণা প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) পক্ষ থেকে। দেশজুড়ে একাধিক প্রেক্ষাগৃহে দেখানো হবে শাহরুখ খানের (Shah Rukh Khan) কালজয়ী রোম্যান্টিক ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' (Dilwale Dulhania Le Jayenge)। হ্যাঁ, ঠিকই পড়ছেন! রোম্যান্টিক ড্রামা 'DDLJ' ফের ফিরছে প্রেক্ষাগৃহে। উপলক্ষ্য, কিং খানের জন্মদিন।
প্রেক্ষাগৃহে ফিরছে 'DDLJ'
২ নভেম্বর কিং খানের ৫৭তম জন্মদিন। সেই উপলক্ষ্যেই ওই দিন অভিনেতার কালজয়ী ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ফের প্রেক্ষাগৃহে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস'।
মঙ্গলবার, সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে জানানো হয়েছে যে রাজ-সিমরনের প্রেম কাহিনি দেখানো হবে 'পিভিআর', 'আইনক্স' ও 'সিনেপলিস'-এর দেশজুড়ে প্রেক্ষাগৃহে।
এদিন পোস্ট করে ক্যাপশনে ছবির বিখ্যাত সংলাপ টেনে লেখা হয়, 'পলট... ডিডিএলজে ফিরছে বড়পর্দায়। ভারতজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে রাজ ও সিমরনের দুর্দান্ত সফরের সঙ্গী হোন ২ নভেম্বর, ২০২২-এ।'
View this post on Instagram
দর্শকদের পছন্দের DDLJ মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়া পরিচালিত প্রথম ছবি এটি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কাজল (Kajol)। ছবি মুক্তির পর রাতারাতি বলিউডের রোম্যান্টিক হার্টথ্রব হয়ে ওঠেন এই জুটি। সঙ্গে অবশ্যই ছিল অমরিশ পুরী, ফরিদা জালাল, অনুপম খের, শতীশ শাহ, হিমানি শিবপুরি, মন্দিরা বেদীর অনবদ্য সঙ্গত।
View this post on Instagram
শুধু ছবির গল্প, বা অভিনয়ই নয়, দর্শকদের মন ছুঁয়েছিল ছবির গানও। লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ, কুমার শানুর কণ্ঠে 'না জানে মেরে', 'তুঝে দেখা', 'রুক যা'র মতো গান আজও মানুষের কাছে চির নতুন। সঙ্গীত পরিচালনা করেছিলেন যতীন-ললিত জুটি।
আরও পড়ুন: Aishwarya Rai : আজ ঐশ্বর্য রাইয়ের জন্মদিনে ভক্তদের শুভেচ্ছার বন্যা
প্রসঙ্গত, বুধবার ৫৭তম জন্মদিন পালন করবেন বলিউডের রোম্যান্টিক কিং। সামনেই তিন তিনটি ছবি তাঁর মুক্তির অপেক্ষায়। 'যশ রাজ ফিল্মস'-এর প্রযোজনায় মুক্তি পাচ্ছে 'পাঠান'। ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি, যেখানে শাহরুখের সঙ্গে জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে। এছাড়া 'জওয়ান' ও 'ডাঙ্কি'র কাজও চলছে।