Shah Rukh Khan: ‘মন্নত’এর নতুন নেমপ্লেট হিরেখচিত, শাহরুখের বাড়ি সাজল নতুন সাজে
Mannat Nameplate: মন্নতের নেমপ্লেটের ভোল-বদল হল। শাহরুখের মন্নতের সেই পুরনো নেমপ্লেট এখন হিরেখচিত।

মুম্বই: আরব সাগর তীরে গেলে যে বাড়িতে যেতেই হয় তা- মন্নত (Mannat)। শাহরুখের (Shah Rukh Khan) মন্নত। এই বাড়ির নেমপ্লেটের সামনে দাঁড়িয়েই ছবি তোলেন অনুরাগীরা। মন্নতের নেমপ্লেট অনুরাগীদের কাছে অন্যতম সব সময়ই। শাহরুখ প্রায়শই বাড়ির বারান্দা থেকে ভক্তদের সঙ্গে দেখা করে থাকেন। তবে এবার সেই মন্নতের নেমপ্লেটের ভোল-বদল হল। শাহরুখের মন্নতের সেই পুরনো নেমপ্লেট এখন হিরেখচিত।
এর আগে অবশ্য একটি ব্ল্যাকবোর্ডের ওপর এই মন্নত এবং ল্যান্ডস এন্ড কথাটি লেখা থাকত। অনুরাগীরা কিং খানের এই নতুন নেমপ্লেটের ছবি ইতিমধ্যেই শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়।
After 2 months #Mannat new gate design is unveiled and it's super awesome.
— Team Shah Rukh Khan Fan Club (@teamsrkfc) November 19, 2022
What do you think guys? 😍#GauriKhan #ShahRukhKhan pic.twitter.com/w2VcF2AEl9
[Latest]: Morning View with new #Mannat gate design. Looking like a beautiful gift 🎁#ShahRukhKhan pic.twitter.com/1HF09bpLhg
— Team Shah Rukh Khan Fan Club (@teamsrkfc) November 20, 2022
📸 #Mannat New Gate and Name Plate Here 💥#ShahRukhKhan𓀠 #SRK
— Srk Royals Sindhanur (@srk_sindhanur) November 20, 2022
Thanks for Design..@gaurikhan pic.twitter.com/rQ9ldYh87t
অনুরাগীরা অবশ্য জানিয়েছেন মন্নতের নেমপ্লেটের এই নতুন ডিজাইনটি করেছেন স্ত্রী গৌরি খান। যদিও এ খবরের সত্যতা পাওয়া যায়নি। যদিও হোম ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে গৌরির নাম এখন পরিচিত। একাধিক বলিউড তারকার বাড়িতে তাঁর কাজ দেখা যায়।
জানা যায়, শাহরুখ খানের ‘মন্নত’ এর বাড়িটির মূল্য প্রায় ২০০ কোটি টাকা। ছ’তলার এই বাড়িতে রয়েছে সুইমিং পুল থেকে গ্রন্থাগার, জিম।






















