Shah Rukh Khan: মোটেই গুরুতর আহত নন শাহরুখ খান, তাহলে কেন শ্যুটিং থামিয়ে ছুটলেন আমেরিকায়?
Shah Rukh Khan News: জানা যাচ্ছে, শাহরুখ দীর্ঘদিন থেকে শ্যুটিং করেছেন। একাধিক অ্যাকশন সিকোয়েন্সেই তিনি বডি ডাবল নেন না, নিজেই সেই চরিত্রে অভিনয় করেন

কলকাতা: খবর ছড়িয়ে পড়েছিল, শ্যুটিং করতে গিয়ে নাকি গুরুতর আহত হয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই কারণেই তড়িঘড়ি চিকিৎসা করাতে আমেরিকায় উড়ে গিয়েছেন তিনি। আর শ্যুটিং নাকি বন্ধ রয়েছে, আগামী ১ মাস বন্ধ থাকবে কিং-এর শ্যুটিং। তবে এরপরে জানা গেল, মোটেই চোট লাগেনি শাহরুখ খানের। তাহলে কি হয়েছে? হঠাৎ কেন শ্যুটিং বন্ধ করে আমেরিকায় পাড়ি দিলেন শাহরুখ? কিং-কন্যা সুহানা খান (Suhana Khan) এই ছবিতে অভিনয় করছেন। সেই কারণেই কি শাহরুখের আহত হওয়ার গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে? ঘটনাটা ঠিক কী?
কী হয়েছে শাহরুখ খানের?
জানা যাচ্ছে, শাহরুখ দীর্ঘদিন থেকে শ্যুটিং করেছেন। একাধিক অ্যাকশন সিকোয়েন্সেই তিনি বডি ডাবল নেন না, নিজেই সেই চরিত্রে অভিনয় করেন। আর সেই কারণেই তাঁর শরীরে একাধিক চোট আঘাত রয়েছে। কিং-এর সেটে অভিনয় করতে গিয়ে তেমনই একটি ব্যথা ফের জেগে উঠেছে শাহরুখ খানের। আর এইরকম কিছু হলেই তিনি দ্রুত সুস্থ হওয়ার জন্য চিকিৎসা করাতে চলে যান বিদেশে। এবারেও তাই হয়েছে। সেই কারণেই তিনি আপাতত শ্যুটিং বন্ধ করে পাড়ি দিয়েছেন বিদেশে। আগামী ১ মাস বিদেশে থাকবেন তিনি। ফলে বন্ধ থাকবে শ্যুটিং। ১ মাস পর থেকে ফের শুরু হবে শ্যুটিং। তবে শাহরুখের পিঠে চোট লাগার যে খবর উঠে এসেছে, তা ভুয়ো। সূত্রের খবর, অভিনেতার সঙ্গে ছবিতে অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানী মুখোপাধ্যায়, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল-এর মতো শিল্পীরাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।
কিছুদিন আগেই যদিও শাহরুখ খান হাজির হয়েছিলেন আমির খানের আমন্ত্রণে 'সিতারে জমিন পর' ছবির কলাকুশলীদের সঙ্গে আড্ডা দিতে। আমির খানকে সেখানে দেখা যায় শাহরুখকে জড়িয়ে ধরতে। হঠাৎ করে ছবির সেটে পৌঁছে সবাইকে চমকে দিয়েছিলেন শাহরুখ। সেই ছবির সেট থেকেই ছবির নির্মাতারা সমাজমাধ্যমে ভিডিয়ো শেয়ার করেছেন। 'সিতারে জমিন পর'-এর সেটে গিয়ে শাহরুখ ছবির কলাকুশলীদের সঙ্গে দেখা করেন, ১০ জন বিশেষভাবে সক্ষম অভিনেতাদের সঙ্গে হাসি-ঠাট্টা করে সময় কাটান। সেই কলাকুশলীরাও তাঁকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়।
View this post on Instagram






















