Shah Rukh Khan: আমিরকে কেন 'লাল সিং চাড্ডা' করতে মানা করেন শাহরুখ? 'পুষ্পা'য় সুযোগ না পাওয়ার 'যন্ত্রণা' এখনও টাটকা!
SRK News: মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে শাহরুখ খান ও ভিকি কৌশলের সঞ্চালনা সাধারণ মানুষের মন জয় করেছে নিমেষে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের একসঙ্গে 'মেরে মেহবুব মেরে সনম' গানে নাচ। তার মধ্যেই হল আড্ডা।
নয়াদিল্লি: বলিউডের বাদশাহ্ তিনি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কিং (King)। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। অগুন্তি তাঁর অনুরাগীর সংখ্যা। তাঁর আশেপাশে সবই যেন মোহময়। অভিনয় ক্ষমতা, তাঁর আদব-কায়দার পাশাপাশি শাহরুখের রসবোধ সম্পর্কেও অবগত সাধারণ মানুষ। বলিউডের অন্যতম সুপ্রতিষ্ঠিত সঞ্চালকও শাহরুখ, যাঁর অনুষ্ঠান পরতে পরতে উপভোগ করেন সাধারণ মানুষ। সম্প্রতি তাঁকে আবু ধাবিতে ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে IIFA অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠানের সঞ্চালনা করতে দেখা গেল। সেখানেই ছবি বাছাই থেকে 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha), নানা বিষয়ে কথা বললেন শাহরুখ।
IIFA অ্যাওয়ার্ডসের মঞ্চে শাহরুখের ঠাট্টা-ইয়ার্কি
মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে শাহরুখ খান ও ভিকি কৌশলের সঞ্চালনা সাধারণ মানুষের মন জয় করেছে নিমেষে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের একসঙ্গে 'মেরে মেহবুব মেরে সনম' গানে নাচ। এদিনের অনুষ্ঠানের স্বাভাবিক ঢঙেই মঞ্চে দাঁড়িয়ে নিজেকে নিয়ে তো বটেই, ইন্ডাস্ট্রিতে নিজের একাধিক সহ-অভিনেতাকে নিয়েও মজার মন্তব্য করেন তিনি।
সেখানেই শাহরুখ দাবি করেন যে কোনও বড় ছবির প্রস্তাব প্রথমে তাঁর কাছেই পৌঁছয়, এরপর তিনি সে প্রস্তাব ফিরিয়ে দিলে তা অন্যত্র পৌঁছয়। এরপর ভিকি কিছু ছবির নাম বললে সেগুলো 'ফিরিয়ে দেওয়ার কারণ' জানালেন শাহরুখ। নাম উঠল অদ্বৈত চন্দনের 'লাল সিং চাড্ডা'র যেখানে অভিনয় করেছিলেন আমির খান ও করিনা কপূর খান। ভিকি জিজ্ঞেস করেন যে ওই ছবির প্রস্তাবও কি প্রথমে শাহরুখের কাছেই যায়? উত্তরে মজার সুরে কিং খান বলেন, 'এমনকী আমির খানেরও ওই ছবি করা উচিত হয়নি'। যা শুনে সকলেই হাসিতে ফেটে পড়েন, এবং সঙ্গে সঙ্গেই শাহরুখ বলে ওঠেন, 'আমি তোমাকে ভালবাসি, আমির'। ২০২২ সালে মুক্তি পাওয়া 'লাল সিং চাড্ডা' সাংঘাতিকভাবে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে, তুমুল সমালোচনার শিকার হয়। এরপর অভিনেতা কিছুদিনের বিরতি নেন অভিনয় থেকে।
তবে বড় প্রজেক্টের তালিকা কি এত সহজে শেষ হয়? ভিকি কৌশলও ছাড়বার পাত্র নন। তিনি বলেন তাহলে সুকুমার পরিচালিত, অল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' ছবির প্রস্তাবও তাঁর কাছেই প্রথম আসে কিনা। প্রশ্ন শুনেই শাহরুখের 'দুঃখ' যেন চোখে মুখে ফুটে উঠল। উত্তর দিলেন, 'হা ঈশ্বর, বন্ধু! তুমি তো এমন জায়গায় হাত দিলে যা এখনও কষ্ট দেয়। আমি 'পুষ্পা'য় কাজ করতে চেয়েছিলাম ভীষণ, কিন্তু অল্লু অর্জুনের মতো স্যোয়াগ নেই আমার।' প্রসঙ্গত, এই ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান অল্লু অর্জুন। আপাতত এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবির অপেক্ষায় অনুরাগীরা, যা মুক্তি পাওয়ার কথা ৬ ডিসেম্বর।
কাজের ক্ষেত্রে, শাহরুখ খান শুরু করবেন তাঁর আগামী 'কিং' ছবির শ্যুটিং। সেখানে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চন। সূত্রের খবর, এই ছবিতে অভিনয় করবেন শাহরুখ-কন্যা সুহানা খানও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।