এক্সপ্লোর
বচ্চনদের দীপাবলি পার্টিতে ঐশ্বর্যার জনসংযোগ আধিকারিকের লহেঙ্গায় আগুন, জ্যাকেট দিয়ে নেভালেন শাহরুখ
পার্টি তখন শেষ পর্যায়ে। ছিলেন মোটে কয়েকজন অতিথিই। সেই সময় ঐশ্বর্যার জনসংযোগ আধিকারিক অর্চনা সদানন্দের লহেঙ্গায় আগুন ধরে যায়। সেটি নজরে পড়ে শাহরুখ খানের।
![বচ্চনদের দীপাবলি পার্টিতে ঐশ্বর্যার জনসংযোগ আধিকারিকের লহেঙ্গায় আগুন, জ্যাকেট দিয়ে নেভালেন শাহরুখ Shah Rukh Khan saves Aishwaryas manager from fire at Diwali Party বচ্চনদের দীপাবলি পার্টিতে ঐশ্বর্যার জনসংযোগ আধিকারিকের লহেঙ্গায় আগুন, জ্যাকেট দিয়ে নেভালেন শাহরুখ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/10/30125011/SRK-diwali.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বচ্চন পরিবারের দীপাবলি পার্টি এখন টক অফ টিনসেল টাউন। জমায়েতে হাজির ছিলেন তামাম বলিউডের তারকা-মহাতারকারা। সেই জাঁকজমকের চোখধাঁধানো ছবিতে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। কিন্তু সেই পার্টিতেই শেষ রাতে ঘটে যেতে পারত এক বড়সর দুর্ঘটনা। কিন্তু শুধুমাত্র শাহরুখের তৎপরতায় বড় অঘটন ঘটল না।
সূত্রানুসারে, পার্টি তখন শেষ পর্যায়ে। ছিলেন মোটে কয়েকজন অতিথিই। সেই সময় ঐশ্বর্যার জনসংযোগ আধিকারিক অর্চনা সদানন্দের লহেঙ্গায় আগুন ধরে যায়। সেটি নজরে পড়ে শাহরুখ খানের।
আশেপাশের লোকর নজরে ব্যাপারটি আসার পর তারা কী করবেন বুঝতে পারছিলেন না। সেই সময় কিং খানই একেবারে সিনেম্যাটিক কায়দায় নিজের জ্যাকেট দিয়ে অর্চনার লহেঙ্গার আগুন নিভিয়ে দেন। সকলে তখন শাহরুখের উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় অবাক!
শরীরের কয়েকটি জায়গা আগুনে পুড়ে গেলেও, বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। সূত্রের খবর, অর্চনা তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন। যদিও তাঁকে সুরক্ষার কথা ভেবে এমার্জেন্সিতেই রাখা হয়েছে।
ঘটনাটির কথা ট্যুইটারে শেয়ার করেছেন শাহরুখের বন্ধু, পরিচালক ফারহা খান।
![বচ্চনদের দীপাবলি পার্টিতে ঐশ্বর্যার জনসংযোগ আধিকারিকের লহেঙ্গায় আগুন, জ্যাকেট দিয়ে নেভালেন শাহরুখ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/10/30125146/lahenga-burnt-268x300.jpg)
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻@iamsrk mohabbatman to the rescue ! Praying for Archana ‘s speedy recovery 🙏🏻 pic.twitter.com/jbbRhU40lL
— Farah Khan (@TheFarahKhan) October 30, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)