এক্সপ্লোর
কঙ্গনার সঙ্গে ছবি করতে নারাজ, জানিয়ে দিলেন শাহরুখ খান!

মুম্বই: ঠোঁট কাটা এবং বেশি খোলাখুলি কথা বলার জন্যে টিনসেল টাউনে প্রায় অনেকেরই চক্ষুশূল এখন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনাকে অপছন্দের তালিকায় এবার নাম জুড়লো আরও এক বলিউড মহাতারকার। তিনি হলেন শাহরুখ খান। গত বছরই শাহরুখ জানিয়েছিলেন, তিনি কঙ্গনার বিপরীতে সঞ্জয় লীলা বনশালির ছবিতে কাজ করবেন। বনশালির সঙ্গে দুটি ছবির চিত্রনাট্য নিয়ে কথা হয়েছিল বাদশার, এবং দুটোই করতে প্রথমে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু তারপরই জানা গিয়েছে, সঞ্জয়ের যে ছবিটি কঙ্গনার সঙ্গে শাহরুখের করার কথা ছিল, তার চিত্রনাট্য বাদশার পছন্দ হয়নি। শাহরুখের মনে হয়েছে ছবির সেই চিত্রনাট্যটি একটু হলেও একঘেয়ে। সূত্রের খবর, ‘পদ্মাবতী’ নিয়ে এখন ব্যস্ত রয়েছেন পরিচালক। এই ছবির কাজ শেষ করেই শাহরুখকে নিয়ে তাঁর কাজ শুরু করবেন বনশালি। এরফলে শাহরুখের বিপরীতেতো বটেই, বনশালির ছবিতেও আপাতত কঙ্গনার অভিনয় করার স্বপ্ন অপেক্ষার পর্যায়ে চলে গেল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















