Shah Rukh Khan: যে ভালবাসা পেরিয়ে যায় কাঁটাতার.. পাকিস্তানের সমুদ্রসৈকতে বালির ওপর ফুটে উঠল শাহরুখের ছবি
Shah Rukh Khan News: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই স্যান্ড আর্ট। পাকিস্তানের ওই সমুদ্রসৈকতে যত্ন নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শাহরুখের ছবি
কলকাতা: কেবল ভারত নয়, তাঁর অনুরাগী বিশ্বজোড়া। তাঁর ছবিতে, ব্যক্তিত্বে, অভিনয়ে বারে বারে মানুষের মন কাড়েন তিনি, মনে করিয়ে দেন, তিনি আক্ষরিক অর্থেই 'বাদশা'। এমন ব্যক্তিত্বকে ভালবাসার কাছে যে দেেৃশের গন্ডিও তুচ্ছ হবে এ আর নতুন কথা কী। পাকিস্তানের বেলুচিস্তানে সমুদ্রসৈকতে আঁকা হল শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর প্রতিচ্ছবি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই স্যান্ড আর্ট। পাকিস্তানের ওই সমুদ্রসৈকতে যত্ন নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শাহরুখের ছবি। এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সমীর সওকাত নামের এক ব্যক্তি। তিনি লিখেছেন, 'শাহরুখ খানের সবচেয়ে বড় ছবি আমার স্কেচ করা আর আমার তরফ থেকে উপহার।' শিল্পী বার্ড আই ভিউ থেকে শেয়ার করে নিয়েছেন স্কেচের ছবিটি।
শাহরুখের শেষ ছবি 'পাঠান' রেকর্ড ব্যবসা করেছে বক্সঅফিসে। এখন ওটিটি প্ল্যাটফর্মেও চলে এসেছে শাহরুখ, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। অনেকে প্রেক্ষাগৃহে দেখে ফেললেও একবার ওটিটিতে ঝালিয়ে নিচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানের (Salman Khan)-এর সেই যুগলবন্দি দৃশ্য। আর.. অপেক্ষায় আরও একটি এমনই দৃশ্যের সাক্ষী হওয়ার। সলমন খানের নতুন ছবি টাইগার ৩ (Tiger 3)-তে ক্যামিও চরিত্র দেখা যাবে শাহরুখ খানকে।
এপ্রিল মাসে শ্যুটিং হওয়ার কথা 'টাইগার ৩' ছবিতে শাহরুখ খানের অংশের। সূত্রের খবর, যেখানে এই দৃশ্য শ্যুট হবে, তার জন্য ইতিমধ্যেই প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে সেট। ৪৫ দিন সময় লেগেছে বিগ বাজেট এই সেটটি বানাতে। বিশাল এই সেটেই শ্যুটিং হবে শাহরুখ ও সলমনের অ্যাকশন সিকোয়েন্সের। নির্মাতাদের আশা, 'পাঠান'-এর মতোই রোমহর্ষক হবে টাইগার ৩ ছবিতে শাহরুখ সলমনের এই অ্যাকশন সিকোয়েন্স।
ঘনিষ্ঠ সূত্রে খবর, টাইগার ৩ ছবিটির বিভিন্ন সিন ও চিত্রনাট্যে বিপুল পরিমাণে বদল আনা হয়েছে 'পাঠান' মুক্তির পর। ছবিতে শাহরুখ ও সলমনের একসঙ্গে দৃশ্যের সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে বেশ কিছু দৃশ্যও যোগ করা হয়েছে বলে খবর। টাইগার ৩'-এর শ্যুটিং এমনিতে শেষ হয়েই গিয়েছিল, কিন্তু দুই খানের একসঙ্গে দৃশ্যগুলির শ্যুট তাঁরা করেননি। সকলেই 'পাঠান' মুক্তির অপেক্ষায় ছিলেন। দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষাতেই ছিলেন নির্মাতারা। সেই প্রতিক্রিয়া পাওয়ার পরেই এপ্রিল মাসে ৭ দিনের জন্য শ্যুটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে।
View this post on Instagram