Shah Rukh Khan: বলিষ্ঠ চেহারায় তারুণ্য, চাহনিতে রহস্য, 'পাঠান' শাহরুখ নজরকাড়া
Shah Rukh Khan Update: বয়স সংখ্যামাত্র, বলিউডের নতুন নায়কদের মধ্যেও তিনি বাদশা। শাহরুখের নতুন ছবি যেন তারই প্রমাণ।
![Shah Rukh Khan: বলিষ্ঠ চেহারায় তারুণ্য, চাহনিতে রহস্য, 'পাঠান' শাহরুখ নজরকাড়া Shah Rukh Khan: Shah Rukh Khan shares a new photo from Pathan film, netizen praised Shah Rukh Khan: বলিষ্ঠ চেহারায় তারুণ্য, চাহনিতে রহস্য, 'পাঠান' শাহরুখ নজরকাড়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/25/8209db02749aa69dab6195937b1e4d4d166410472227949_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিষ্ঠ হাতে মুখের অর্ধেক অংশ ঢাকা, মাথার লম্বা চুলে আরও কিছুটা অংশ । তবুও এই চেহারা চিনতে ভুল হবার নয় । শাহরুখ খান (Shah Rukh Khan )। 'পাঠান' ছবিতে শাহরুখের লুক ইতিমধ্যেই তোলপাড় ফেলেছিল নেটদুনিয়ায় । আর আজকের ছবিতে শাহরুখের রহস্যময় চাহনি, বলিষ্ঠ চেহারা আর আলো-ছায়ার লুক কার্যত ঘুম কেড়েছে অনুরাগীদের ।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন শাহরুখ। ছবির ক্যাপশান অবশ্য বেশ মজার। শাহরুখ লিখেছেন, আমি আমার শার্টকে বলছি.. 'তুম হোতি তো ক্যায়সা হোতা… তুম ইস বাত পে হ্যায়রান হোতি, তুম ইস বাত পে কিতনি হাসতি… তুম হোতি তো অ্যায়সা হোতা…'
আরও পড়ুন: Akshay Kumar: আন্ধেরির বিলাসবহুল সম্পত্তি বিক্রি করলেন অক্ষয় কুমার, দাম কত উঠল?
বয়স সংখ্যামাত্র, বলিউডের নতুন নায়কদের মধ্যেও তিনি বাদশা। শাহরুখের নতুন ছবি যেন তারই প্রমাণ। সুগঠিত শরীরে কোথাও বয়সের চিহ্নমাত্র নেই। শাহরুখের এই ছবি প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। 'পাঠান' ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।
দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করে 'পাঠান' ছবি দিয়ে পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। অ্যাকশনধর্মী এই ছবিতে কিং খানের সঙ্গে দেখা যাবে জন আব্রাহামকে। ছবিটি পরিচালনা করছেন 'ওয়ার' খ্যাত সিদ্ধার্থ আনন্দ। এদিন নেট মাধ্যমে কিং খানের অনুরাগীরা বেশ কিছু পোস্ট করেছেন। সেই পোস্টে অভিনেতার 'পাঠান' ছবির পোস্টার শেয়ার করে তার সঙ্গে হ্যাশট্যাগে 'পাঠান ফার্স্ট ডে ফার্স্ট শো' দিয়ে ট্রেন্ডিং করা হচ্ছে। জানা যাচ্ছে, আগামী ২৫ জানুয়ারি ২০২৩ সালে মুক্তি পাবে 'পাঠান'।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)