Manoj Kumar Death: একসময়ে বর্ষীয়ান অভিনেতা মামলা করেছিলেন তাঁর বিরুদ্ধে, মনোজ কুমারের মৃত্যুতে শোকস্তদ্ধ সেই অভিনেতাই
Manoj Kumar Demise: 'আমি তাদের গত ২ বার ক্ষমা করেছিলাম কিন্তু এবার নয়। ওঁরা আমাকে অসম্মান করেছেন' কাদের কথা বলেছিলেন মনোজ কুমার?

কলকাতা: একসময়ে তাঁদের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। একজন আরেকজনের নামে মামলা পর্যন্ত ঠুকেছিলেন। কিন্তু মৃত্যু যেন মুছে দিল সব মান অভিমান। যদিও সেই ঘটনা দীর্ঘদিন আগের, তা মিটে গিয়েছে অনেক আগেই। আর আজ আর কোনও তিক্ত অভিজ্ঞতা মনে রাখতে চান না শাহরুখ খান (Shah Rukh Khan)। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। আর তাঁর মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করলেন শাহরুখ খান। লিখলেন, বর্ষীয়ান এই অভিনেতা কীভাবে সমৃদ্ধ করছিল ভারতীয় সিনেমাকে। তবে এই শাহরুখ খানের বিরুদ্ধেই একবার কেস করেছিলেন মনোজ কুমার!
আজ শাহরুখ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'মনোজ কুমারজীর ছবি আমাদের দেশকে আরও বেশি করে তুলে ধরেছে। দেশের উন্নতি, সিনেমার উন্নতি ঘটিয়েছে। মানুষের মধ্যে জাগ্রত করেছে একাত্ববোধ। সমস্ত দিক থেকেই তিনি একজন কিংবদন্তি। ওঁর ছবিগুলো একটা যুগকে গঠন করেছিল আর ভারতীয় সিনেমার ইতিহাসে গভীরভাবে ছাপ ফেলেছিল। অনেক ধন্যবাদ স্যার। আপনি চিরকাল আমাদের মধ্যে 'ভারত' হয়ে বেঁচে থাকবেন।'
Manoj Kumar ji made films that uplifted our country, our cinema, and focused on unity with unmatched sincerity. A legend in every sense. His films shaped an era and left a mark on our cinema. Thank you, sir. You will always be ‘Bharat’ to us.
— Shah Rukh Khan (@iamsrk) April 4, 2025
কিন্তু কেন শাহরুখের বিরুদ্ধে মামলা করেছিলেন মনোজ কুমার? একবার সুপারস্টার শাহরুখ খান এবং ফারাহ খানের (Farha Khan) বিরুদ্ধে 'ওম শান্তি ওম’ (Om Shanti Om) ছবিতে তাঁকে ব্যঙ্গ করার জন্য মানহানির মামলা করেছিলেন। মনোজ কুমার ফারাহ খান পরিচালিত সিনেমার একটি দৃশ্যে অত্যন্ত অপমানিত হয়েছিলেন। এই সিনেমায় অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র সহ শিল্প জগতের বহু বিশিষ্ট ব্যক্তির ক্যামিও ছিল। একটি দৃশ্যে দেখা যায়, শাহরুখ খানের চরিত্র ওম মনোজ কুমারের বিখ্যাত হাতের তালু দিয়ে মুখ ঢাকার ভঙ্গি অনুকরণ করে শান্তিপ্রিয়া-র (দিপীকা পাড়ুকোন অভিনীত চরিত্র) অভিনীত একটি সিনেমার প্রিমিয়ারে প্রবেশ করেন। সিনেমার গল্প অনুযায়ী, আসল মনোজ কুমার যখন প্রিমিয়ারের জন্য আসেন, তখন তাকে রক্ষীরা তাড়িয়ে দেয়। মনোজ কুমার দৃশ্যটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং নির্মাতাদের সিনেমা থেকে দৃশ্যটি সরিয়ে ফেলার অনুরোধ করেছিলেন। তিনি একটি এই দৃশ্যের বিরোধিতা করে আদালতে গিয়েছিলেন, সেখানে নির্মাতাদের স্যাটেলাইট স্ক্রিনিংয়ের আগে আপত্তিকর দৃশ্যগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
শাহরুখ খান (Shah Rukh Khan) ব্যক্তিগতভাবে এই ঘটনার জন্য প্রবীণ অভিনেতার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং সেই দৃশ্যটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু ৬ বছর পর যখন ছবিটি জাপানে মুক্তি পায়, তখন এই দৃশ্যটি পুনরায় সম্প্রচারিত হয়। এর ফলে কুমার ২০১৩ -র এপ্রিলে শাহরুখ খান এবং প্রোডাকশন ব্যানার ইরোস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সময়ে মনোজ কুমার পিটিআইকে বলেছিলেন, ‘সিনেমায় আপত্তিকর দৃশ্যগুলি মুছে না ফেলেই জাপানে তা মুক্তি পায়। আমি তাদের গত ২ বার ক্ষমা করেছিলাম কিন্তু এবার নয়। ওঁরা আমাকে অসম্মান করেছেন। তারা আদালতে অপমানিত ও হয়েছেন কারণ ২০০৮ সালে আদালত তাদের চিরকালের জন্য এবং সমস্ত মুদ্রণ ও সম্প্রচার উপাদান থেকে সেই দৃশ্যগুলি মুছে ফেলতে বলেছিল’ মনোজ কুমার পিটিআইকে বলেছিলেন। মনোজ আরও বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। তিনি একজন ভাল মানুষ। কিন্তু যখন আমার আত্মসম্মানের কথা আসে, তখন আমি আপস করতে পারি না’






















