Jawan: চেন্নাই থেকে তামিলনাড়ু দক্ষিণেও ঝড় তুলতে প্রস্তুত 'জওয়ান'
Shah Rukh Khan: ৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'জওয়ান'।
কলকাতা: হাত আর মাত্র কিছু সময়। তারপরই ভক্তদের মাতাতে আসছেন শাহরুখ খান। তাঁর 'জওয়ান' নিয়ে উন্মাদনা ছিল প্রথম থেকেই। এবার জানা যাচ্ছে ভারতের অন্য়ান্য় শহরের মত তামিলনাড়ুতেও সাড়া ফেলেছে 'জওয়ান'(Jawan) -এর অগ্রিম টিকিং বুকিং।
দক্ষিণ ভারতে এই ছবি সাড়া ফেলবে বলে প্রথম থেকেই মনে করা হচ্ছিল। এর অন্য়তম কারণ হল, এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছিলেন একাধিক দক্ষিণী তারকা। যার মধ্য়ে অন্য়তম নয়নতারা, বিজয় সেতুপতি ও আরও অনেকে। এছাড়াও এই ছবির পরিচালক অ্য়াটলিও দক্ষিণ ভারতীয়।
সম্প্রতি চেন্নাইয়ের জিকে সিনেমাসের রুবান মাথিভানান বলেন, “ এই ছবির অগ্রিম বুকিং খুবই ভাল। এখানে তামিল ভাষার এই ছবি মুক্তি পাচ্ছে। ছবির বিষয় যদি দর্শকের ভাল লাগে তাহলে এই ছবির উড়ানকে থামানো অসম্ভব। এই ছবি আর একটি আরআরআর বা কেজিএফ হলেও অবাক হব না।"
তিনি আরও বলেন,'চেন্নাইয়ের ইভেন্টের পর এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনা আরও বেড়েছে। এই ছবির মুক্তি সপ্তাহেই কয়েকটি কম বাজেটের ছবি রিলিজ হচ্ছে, তাই এই ছবিকে টক্কর দেওয়ার মতও কিছু নেই।'
বিহারের পূর্ণিয়ার রূপবাণী সিনেমার মালিক বিশেক চৌহান বলেন,'তামিল ভাষায় এই ছবি ১০ কোটি টাকার ব্য়বসা করলেও অবাক হওয়ার কিছু নেই।'
আরও পড়ুন...
'বিনামূল্যে শুধু ভালবাসা দিই ভাই', ফ্রিতে প্রেমিকার জন্য টিকিট চাইতেই কিং খানের 'ধমক'
উল্লেখ্য়, সম্প্রতি ফ্যানেদের সঙ্গে 'আস্ক এসআরকে' (Ask SRK) শুরু করেছিলেন কিং খান। সেখানেই একের পর এক মজাদার এবং বুদ্ধিদীপ্ত উত্তরে বারবার জয় করলেন অনুরাগীদের মন। সেখানে অবশ্য এক অনুরাগী তাঁর কাছে বিনামূল্যে টিকিট (free ticket) চেয়ে খানিক 'বকা'ই খেয়ে গেলেন।
রবিবারের দুপুরে 'আস্ক একআরকে' পর্ব। সেখানে একাধিক অনুরাগীর নানা ধরনের প্রশ্ন, আবেদন, আবদার। তারই মধ্যে এক নেটিজেন তাঁকে লেখেন, 'আপনি কি জওয়ান ছবির বিনামূল্যে টিকিট দিতে পারেন আমার প্রেমিকার জন্য? আমি তার অকর্মণ্য প্রেমিক।'
এমনিতে মজার সুরে বা বুদ্ধিদীপ্ত উত্তর খ্যাত অভিনেতা। অনুরাগীর বিনামূল্যে টিকিটের আবেদন শুনে উত্তরে খানিক ধমকই শোনা গেল কিং খানের গলায়। তিনি বলেন, 'বিনামূল্যে শুধু ভালবাসা দিই ভাই... টিকিটের জন্য তো পয়সাই লাগবে!! রোম্যান্স এত সস্তায় সেরো না, গিয়ে টিকিট কেনো... এবং প্রেমিকাকে সঙ্গে করে নিয়ে যাও।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন