Shah Rukh Khan: 'বিনামূল্যে শুধু ভালবাসা দিই ভাই', ফ্রিতে প্রেমিকার জন্য টিকিট চাইতেই কিং খানের 'ধমক'
'Jawan': রবিবারের দুপুরে 'আস্ক একআরকে' পর্ব। সেখানে একাধিক অনুরাগীর নানা ধরনের প্রশ্ন, আবেদন, আবদার। তারই মধ্যে এক নেটিজেন তাঁকে লেখেন, 'আপনি কি জওয়ান ছবির বিনামূল্যে টিকিট দিতে পারেন?'
নয়াদিল্লি: সময় এগিয়ে আসছে। আর মাত্র তিন দিন বাকি। প্রেক্ষাগৃহে ৭ সেপ্টেম্বর আসছে শাহরুখ খান অভিনীত 'জওয়ান' (Jawan)। অনুরাগীরা মুখিয়ে রয়েছেন বড়পর্দায় কিং খানের (King Khan) ম্যাজিক দেখার জন্য। সেই আবহেই ফ্যানেদের সঙ্গে 'আস্ক এসআরকে' (Ask SRK) শুরু করেন তিনি। একের পর এক মজাদার এবং বুদ্ধিদীপ্ত উত্তরে বারবার জয় করলেন অনুরাগীদের মন। সেখানে অবশ্য এক অনুরাগী তাঁর কাছে বিনামূল্যে টিকিট (free ticket) চেয়ে খানিক 'বকা'ই খেয়ে গেলেন।
'বিনামূল্যে টিকিট দিন', প্রশ্ন শুনে বকে দিলেন শাহরুখ
রবিবারের দুপুরে 'আস্ক একআরকে' পর্ব। সেখানে একাধিক অনুরাগীর নানা ধরনের প্রশ্ন, আবেদন, আবদার। তারই মধ্যে এক নেটিজেন তাঁকে লেখেন, 'আপনি কি জওয়ান ছবির বিনামূল্যে টিকিট দিতে পারেন আমার প্রেমিকার জন্য? আমি তার অকর্মণ্য প্রেমিক।'
এমনিতে মজার সুরে বা বুদ্ধিদীপ্ত উত্তর খ্যাত অভিনেতা। অনুরাগীর বিনামূল্যে টিকিটের আবেদন শুনে উত্তরে খানিক ধমকই শোনা গেল কিং খানের গলায়। তিনি বলেন, 'বিনামূল্যে শুধু ভালবাসা দিই ভাই... টিকিটের জন্য তো পয়সাই লাগবে!! রোম্যান্স এত সস্তায় সেরো না, গিয়ে টিকিট কেনো... এবং প্রেমিকাকে সঙ্গে করে নিয়ে যাও।'
Free mein pyaar deta hoon bhai….ticket ke toh paise hi lagenge!! Don’t be cheap in romance go and buy the ticket…and take her with u. #Jawan https://t.co/uwGRrZkz9I
— Shah Rukh Khan (@iamsrk) September 3, 2023
কিং খানের 'আস্ক এসআরকে' দেখলেই বোঝা যায় তাঁর বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়ার ক্ষমতা। তাতে আরওই মেতে ওঠেন অনুরাগীরা। এই সেশনেই এক অনুরাগী জিজ্ঞেস করেন, 'স্যার বউয়ের সঙ্গে প্ল্যান করেছি জওয়ান দেখার জন্য, কিন্তু প্রতিবার ও দেরি করিয়ে দেয়। পাঠানের সময়ও দেরি করিয়ে দিয়েছিল। এমন কিছু টিপস দিন যাতে তাড়াতাড়ি সময়ের মধ্যে পৌঁছে যাই জওয়ান দেখতে।' এর উত্তরে কিং খান বলেন, 'ঠিক আছে বন্ধুরা আর কোনও স্ত্রী ঘটিত সমস্যা নিয়ে প্রশ্ন নয়!! প্লিজ!! আমার দ্বারা নিজের বাড়ি সামলে উঠছে না, তোমরা আবার তোমাদের সমস্যা আমার ওপর দিয়ে দিচ্ছ। প্রত্যেক স্ত্রীয়েরা প্লিজ গিয়ে জওয়ান দেখে আসুন।'
এই 'আস্ক এসআরকে' সেশনে সলমন খানের নয়া লুকের প্রসঙ্গও আসে। দক্ষিণী পরিচালক অ্যাটলির 'জওয়ান' ছবি মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর। ছবিতে কিং খানের সঙ্গে দেখা যাবে নয়নতারা, বিজয় সেতুপতিকে। প্রসঙ্গত, এই ছবির একটি সংলাপের বিরুদ্ধে সুর তুলেছেন করণী সেনা। সেই সংলাপ বাদ না দিলে 'কঠিন শাস্তি' হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial