Shah Rukh Khan: 'আমি এই বিষয়ে খুবই নির্লজ্জ!' অ্যাওয়ার্ড শো প্রসঙ্গে কেন এমন বললেন শাহরুখ?
SRK News: কাজ সেরে রাত ২টোয় বাড়ি ফেরেন কিং খান। নিজেই বললেন, 'আমি ভোর ৫টায় ঘুমোতে যাই। তারপর যদি শ্যুটিং চলে তাহলে ৯-১০টা নাগাদ উঠে পড়ি।'
![Shah Rukh Khan: 'আমি এই বিষয়ে খুবই নির্লজ্জ!' অ্যাওয়ার্ড শো প্রসঙ্গে কেন এমন বললেন শাহরুখ? Shah Rukh Khan talks about his lifestyle award ceremonies and his trophy library entertainment news Shah Rukh Khan: 'আমি এই বিষয়ে খুবই নির্লজ্জ!' অ্যাওয়ার্ড শো প্রসঙ্গে কেন এমন বললেন শাহরুখ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/17/99666f838fffcb9da636040d5284d6771723910870994229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: তিনি বলিউডের বাদশাহ (Badshah)। তিনি কী করেন, কী খান, কী সুগন্ধী ব্যবহার করেন, তা জানার অধীর আগ্রহে থাকেন কোটি কোটি অনুরাগী। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম 'দ্য গার্ডিয়ান'-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের লাইফস্টাইল (lifestyle) নিয়ে খোলামেলা আড্ডা দিলেন। জানালেন তিনি নাকি ঘুমোন ভোর ৫টায়, শুধু তাই নয়, দিনে নাকি একবারই খান তিনি!
ভোর ৫টায় ঘুমোতে যান শাহরুখ খান?
কাজ সেরে রাত ২টোয় বাড়ি ফেরেন কিং খান। নিজেই বললেন, 'আমি ভোর ৫টায় ঘুমোতে যাই। যখন মার্ক ওয়ালবার্গ ঘুম থেকে ওঠেন, আমি ঘুমোতে যাই। আর তারপর যদি শ্যুটিং চলে তাহলে ৯-১০টা নাগাদ উঠে পড়ি। কিন্তু তারপর আমি বাড়ি ফিরব রাত ২টোয়, স্নান সারব আর ঘুমোতে যাওয়ার আগে ওয়ার্ক আউট করব।' এছাড়াও কিং খান নাকি দিনে একবারই 'মিল' খান, যার সঙ্গে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের কোনও সম্পর্ক নেই।
কাজ থেকে ছুটি প্রসঙ্গে অভিনেতা বলেন, '৫৫ বছর বয়সে এসে, আমি বিরতি মতো নিয়েছিলাম। অতিমারীর সময় আর কিছু করার ছিল না এবং আমি সকলকে বলছিলাম, ইতালীয় খাবার তৈরি শেখো আর ওয়ার্ক আউট করো। আমি ওয়ার্কআউট করছিলাম। বডি তৈরি করি। ৪ বছর পর লোকজন আমাকে মিস করতে শুরু করল কারণ তার আগে সকলের চোখের সামনে বেশি ঘুরে বেড়াতাম। লোকজন প্রশ্ন করল, 'তুমি কি সিনেমা করবে?' আমি উত্তর দিয়েছিলাম, 'একমাত্র যদি সেটা অ্যাকশন ফিল্ম হয়'।'
বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও শাহরুখ খানকে দেখা যায়। নানা মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন তিনি। এই সমস্ত অনুষ্ঠান বেশ উপভোগ করেন অভিনেতা। বলেন, 'আমার খুব ভাল লাগে। আমি এই ব্যাপারে খুবই নির্লজ্জ! আমার পুরস্কার পেতে খুব ভাল লাগে। আমার অনুষ্ঠানগুলো ভাল লাগে। যদি বক্তব্য রাখতে হয় তাহলে একটু নার্ভাস হই। বিশেষত আন্তর্জাতিক সম্মান হলে, কারণ সেখানে আমাকে মাথায় রাখতে হয় যেন ভারতীয় সিনেমা ভাল করে উপস্থাপিত হয়। নিজের ব্যবহার শ্রেষ্ঠ রাখতে হয়। আমার রসবোধ নিয়ন্ত্রণে রাখতে হয়। কারণ ভারতের কাছে সিনেমার গুরুত্ব বিশাল।'
শাহরুখ-অনুরাগীরা সকলেই প্রায় জানেন যে অভিনেতার 'ট্রফি ক্যাবিনেট' আছে। সেই ব্যাপারেও কথা বলেন তিনি, 'আমার ৩০০ পুরস্কার আছে। আমার ৯ তলা অফিস আছে, এবং প্রত্যেক তলায় আমার কিছু না কিছু অ্যাওয়ার্ড আছে। আসলে কোনও ট্রফির ঘর নেই। একটা লাইব্রেরি আছে যেটা ইংলিশ লাইব্রেরি আদলে তৈরি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)