এক্সপ্লোর
Advertisement
'কুছ কুছ হোতা হ্যায়' রিইউনিয়ন, ১৯৯৮-এর পর ফের একসঙ্গে ত্রিমূর্তি
মুম্বই: ১৯৯৮ সালে বক্স অফিসে ব্লক ব্লাস্টার হিট ছবি ছিল শাহরুখ খান-কাজল-রানি মুখোপাধ্যায় অভিনীত 'কুছ কুছ হোতা হ্যায়'। কই মিল গয়া, মেরা দিল গয়া.....কলেজ পড়ুয়া রাহুল-টিনা-অঞ্জলির প্রেমে তখন পাগল কাশ্মীর থেকে কন্যাকুমারীর প্রতিটি তরুণ হৃদয়। বহু ছবিরই সিকুয়েল হয়েছে। কিন্তু 'কুছ কুছ হোতা হ্যায়'-এর সিকুয়েল সম্পর্কে অবশ্য এখনও কিছুই শোনা যায়নি। তবে কাজল সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির অপর দুই অভিনেতা রানি এবং শাহরুখ। সময় নষ্ট না করে ফের স্মৃতির সরণিতে ঝাঁপ দেন অন-স্ক্রিনের রাহুল-টিনা-অঞ্জলির জুটি। ছবি তোলা হল একই পোজে। কাজল ছবিটি শেয়ারও করেছেন তাঁর ইন্সটা পেজে। শুধু তফাত ১৯ বছরের। একটি ছবি তোলা ১৯৯৮ সালে, অপরটি ২০১৭। কর্ণ জোহর এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রেখেছিলেন।
এছাড়া সেই তারকাখচিত রাতের আরও একটি ছবি শাহরুখ শেয়ার করেছেন তাঁর টুইটার পেজে। সেই ছবিতে বাদশার সঙ্গে দেখা গিয়েছে শ্রীদেবী, করিশমা কপূর, আলিয়া ভট্ট, কাজল এবং রানিকে। ছবিটি শেয়ার করে শাহরুখ ক্যাপশন দিয়েছেন, মাঝেমধ্যে রাতের আকাশে যে তারারা থাকে, অনেকসময় তাদের থেকে বহু গুন বেশি ঝলমল করে তোমার সঙ্গে থাকা তারারা। তাঁদের উপস্থিতিতে তিনি ধন্য, মন্তব্য বাদশার।
Sum nites the stars with u shine brighter than the ones in the sky.Thank u ladies for ur graciousness beauty & love. pic.twitter.com/FNrb5jZZpu — Shah Rukh Khan (@iamsrk) October 2, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement