এক্সপ্লোর
ভিডিও দেখুন: ‘জিরো’ ছবির ‘অফফো খুদা’ গানের শ্যুটিংয়ে শাহরুখের ডান্স-রিহার্সাল

মুম্বই: ‘জিরো’ ছবির ‘অফফো খুদা’ গানের শ্যুটিংয়ের সময় শাহরুখ খানের নাচের রিহার্সালের ভিডিও প্রকাশ হল। আনন্দ এল রায়ের পরিচালনায় তৈরি হওয়া এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কঈফ। এই গানের ঝলক ছবির টিজারে দেখা গিয়েছিল। ছবিতে শাহরুখ একজন বামন (বেঁটে) মানুষের চরিত্রে অভিনয় করছেন। টিজারে শাহরুখের এই নতুন ভূমিকা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তাঁর ভক্তরা। টিজারও ভীষণ মজাদার ছিল।
https://twitter.com/anmoljaiswal333/status/1001050084656668672 এখন গানের ‘বিহাইন্ড দ্য সিন’ বা শ্যুটিংয়ের ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নৃত্য পরিচালকের থেকে ডান্স মুভ শিখে অনুশীলন করছেন কিং খান। এখানে বলে রাখা দরকার, শাহরুখের এই ছবি চলতি বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাবে। কেন এই চরিত্রের জন্য শাহরুখ খানকে বাছলেন তিনি? পরিচালককে এই প্রশ্ন করায় তিনি বলেন, আমার কাছে কোনও বিকল্প ছিল না। কারণ, আমার একজন বুদ্ধিমান অভিনেতার প্রয়োজন ছিল। তিনি যোগ করেন, এই গল্প একজন মানুষের শারীরিক বিকলাঙ্গতাকে নিয়ে নয়, এটা আমাদের জীবনের মনস্তাত্বিতক অপূর্ণতা নিয়ে। দেখুন ছবির টিজারঃ বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















