Pathaan Poster: কপালে ক্ষত, হাতে বন্দুক, এ কোন দীপিকা?
Deepika Padukone' First Look: ফের শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছিল শাহরুখ খানের লুক।

মুম্বই: কপালের ক্ষত থেকে রক্ত ঝরছে, দু-চোখে জেদ আর দ্যুতি, হাতে রিভলবার। 'পাঠান' ছবির মোশন পোস্টারে মুক্তি পেল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র প্রথম লুক। আর সেই লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) খোদ।
ফের শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছিল শাহরুখ খানের লুক। ৫৬তেও শাহরুখের এইট প্যাকের লুক দেখে অবাক হয়েছিলেন নেটিজেনরা। লম্বা চুলে শাহরুখের সেই লুক এখনও অনায়াসেই যেন ঘুম কেড়ে নিতে পারে যে কোনও ষোড়শীর। আর আজ প্রকাশ পেল দীপিকার লুক। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ দীপিকার 'পাঠান' (Pathan)। হিন্দি, তামিল ও তেলুগু এই ৩ ভাষায় বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। আজ মুক্তি পেয়েছে এই ছবির মোশন পোস্টার।
View this post on Instagram
আরও পড়ুন: Darlings Trailer: মায়ের মদতে স্বামীকে অপহরণ করে তাঁর ওপর বদলা নিচ্ছেন আলিয়া ভট্ট!
View this post on Instagram























