![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Shaheb Chattopadhyay: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মাত্র ৩ দিনের মধ্যে প্রয়াত সাহেব চট্টোপাধ্যায়ের বোন
Shaheb Chattopadhyay News: সদ্যই সোশ্যাল মিডিয়ায় তাঁর বোনের জন্য রক্তের আবেদন জানিয়ে পোস্ট করেছিলেন সাহেব। কিন্তু মাত্র ৩ দিনের জ্বরেই প্রয়াত হয়েছেন তাঁর বোন পিয়াসী, আর রক্তদাতার প্রয়োজন নেই।
![Shaheb Chattopadhyay: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মাত্র ৩ দিনের মধ্যে প্রয়াত সাহেব চট্টোপাধ্যায়ের বোন Shaheb Chattopadhyay: Actor Shaheb Chattopadhyay's sister Piyashi death attacked by dengue know in details Shaheb Chattopadhyay: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মাত্র ৩ দিনের মধ্যে প্রয়াত সাহেব চট্টোপাধ্যায়ের বোন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/cb3b62ffafca4ef0e16a0a61665633b1169460234541849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের (Saheb Chatterjee)-র বোন। দিল্লি নিবাসী অভিনেতার বোন ২ মাসের মেয়েকে দেখানোর জন্যই ফিরেছিলেন পরিবারের কাছে। সেখানেই ডেঙ্গিতে আক্রান্ত হন তিনি। মাত্র ২ দিনের মধ্যেই প্রয়াত হয়েছেন অভিনেতার বোন পিয়াসী চট্টোপাধ্যায়, তাঁর বয়স চল্লিশের আশেপাশে।
সদ্যই সোশ্যাল মিডিয়ায় তাঁর বোনের জন্য রক্তের আবেদন জানিয়ে পোস্ট করেছিলেন সাহেব। আজ সাহেব সেই পোস্টের প্রত্যুত্তরে জানান, মাত্র ৩ দিনের জ্বরেই প্রয়াত হয়েছেন তাঁর বোন পিয়াসী, আর রক্তদাতার প্রয়োজন নেই। সেই সঙ্গে সাহেব লিখেছেন, 'আমার এখনও এটা বিশ্বাস হচ্ছে না, তবুও বলতে হচ্ছে, মাত্র ৫ দিনের মধ্যে ডেঙ্গি আমার বোনের প্রাণ কেড়ে নিল।'
একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সাহেবের মাসির মেয়ে পিয়াসী। তবে, ছোটবেলা থেকে সাহেবের বাড়িতে, তাঁর মায়ের কাছেই বড় হয়েছিলেন পিয়াসী। মাসি মারা যান খুব অল্প বয়সেই। শারীরিক জটিলতা ছিল পিয়াসীর, সেই কারণে ব্লাড-ব্যাঙ্কের রক্ত কাজে লাগছিল না তাঁর। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় রক্তদাতার জন্য আবেদন করেছিলেন তিনি। সাড়াও পেয়েছিলেন যথেষ্ট। তবে অনেক চেষ্টা করেও শেষরক্ষা হল না। প্রয়াত হয়েছেন পিয়াসী, তাঁর মেয়ে আপাতত রয়েছে সাহেবের বন্ধুর স্ত্রীর কাছে।
অভিনেতার বাড়িতে স্বভাবতই শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় সাহেব পোস্ট করে বোনের মৃত্যুর খবর জানালেও, সেখানে তিনি লিখেছেন নিজের ভেঙে পড়ার কথাও। সদ্য শহরের বাইরে গিয়েছিলেন সাহেব। ভোররাতে বোনের মৃত্যুর খবর পেয়ে বিমানবন্দর থেকেইই সরাসরি হাসপাতালে পৌঁছেছিলেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ দেন অভিনেতা। সেইসঙ্গে সবাইকে ধন্যবাদও জানান এগিয়ে আসার জন্য।
পিয়াসী চট্টোপাধ্যায়ের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি হেমারেজের উল্লেখ রয়েছে। তাঁর বাড়ি গাজিয়াবাদে, সদ্যই কলকাতায় এসেছিলেন পিয়াসী। ডেঙ্গির উপসর্গ নিয়ে ১১ তারিখ ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু অনেক চেষ্টা করেও শেষরক্ষা হল না। কলকাতা থেকে শুরু করে জেলা, বর্ষা বাড়লেই প্রত্যেক বছরের মতোই বাড়ছে ডেঙ্গির চোখরাঙানি।
সদ্য, উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় মৃত্যু হল ২৪ বছরের গৃহবধূর। মৃতের নাম প্রভাতী মণ্ডল। বেড়াচাঁপা বিডিও অফিস পাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, ২৯ অগাস্ট জ্বর আসে ওই গৃহবধূর। বারাসাতের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২ সেপ্টেম্বর স্থানান্তরিত করা হয় কলকাতার বাইপাস সংলগ্ন একটি নার্সিংহোমে। সেখানেই ৬ তারিখ ওই গৃহবধূর মৃত্যু হয়। ডেঙ্গি সচেতনতা প্রচারে জোর দেওয়ার আবেদন জানিয়েছে মৃতের পরিবার। গোটা উত্তর ২৪ পরগনা জুড়েই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
আরও পড়ুন: Shahid-Kriti New Film: নতুন ছবির জমকালো ডান্স নাম্বারের জন্য় বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন শাহিদ কপূর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)