Shahid-Kriti New Film: নতুন ছবির জমকালো ডান্স নাম্বারের জন্য় বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন শাহিদ কপূর
Bollywood News: শাহিদ ও কৃতি ছাড়াও, এই ছবিতে থাকছেন ধর্মেন্দ্র ও ডিম্পল কপাডিয়া।
কলকাতা: কিছুদিন আগেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল শাহিদ কপূর ও কৃতি শ্য়াননের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছিল সমুদ্রের ধারে, সূর্যাস্তের আভা মেখে একে অপরে মজেছেন শাহিদ-কৃতি। এই ছবি প্রকাশ্য়ে আসার পরই শুরু হয় জল্পনা। সোশ্য়ালে পোস্ট করা ছবিতে নাম ছিল না, কেবল পোস্টারে লেখা ছিল, 'একটা অসম্ভব প্রেমের গল্প', শাহিদ কপূর ও কৃতি শ্যানন। বলিউডে এমনও গুঞ্জন উঠেছিল যে, এই ছবির নাম হতে পারে 'শিন্টু কি দুলহানিয়া'। পাশাপাশি এও জানাযাচ্ছিল যে, চলতি বছরের অক্টোবরে মুক্তি পাবে এই ছবি।
আর এবার বলিউডসূত্রের খবর, এই ছবির একটি জমকালো ডান্স নাম্বারের জন্য় বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন শাহিদ কপূর। মুম্বইতেই হবে এই গানের শ্যুটিং। ইতিমধ্য়েই শুরু হয়েছে সেট বানানোর কাজ।
জানাযাচ্ছে, ছবিতে কৃতি শ্য়াননকে একটি রোবটের ভূমিকায় দেখা যাবে, ও শাহিদ কপূরকে দেখা যেতে পারে একজন বিজ্ঞানীর ভূমিকায়। যিনি সময়ের সঙ্গে সঙ্গে কৃতীর প্রেমে পড়বেন।
শাহিদ ও কৃতি ছাড়াও, এই ছবিতে থাকছেন ধর্মেন্দ্র দেওল (Dharmendra Deol) ও ডিম্পল কপাডিয়া (Dimple Kapadiya)।
আরও পড়ুন...
'জওয়ান'-এর ঝোড়ো ব্য়াটিং-এ ধরাশায়ী সানি দেওলের 'গদর ২'! কী বলছে বক্সঅফিস?
জিও স্টুডিওজ ও দীনেশ ভিজন নিবেদিত, প্রথমবার একসঙ্গে শাহিদ কপূর ও কৃতী শ্যানন অভিনীত।' ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ্। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন দীনেশ ভিজন, জ্যোতি দেশপাণ্ডে ও লক্ষ্মণ উতেকর, ম্যাডক ফিল্মস।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শাহিদ কপূরের অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'ব্লাডি ড্যাডি'। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। অন্যদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৃতী শ্যাননের 'আদিপুরুষ'। যেটি বিতর্ক ও সমালোচনার সৃষ্টি করেছিল।
উল্লেখ্য়, অভিনেত্রী কৃতি শ্য়ানন এখন ব্য়স্ত 'দ্য ক্রু' (The Crew) ছবির শ্যুটিং-এ। এই ছবিতে কৃতীর পাশপাশি দেখা যাবে করিনা কপূর (Kareena Kapoor Khan) ও তব্বু (Tabu)কে। ছবিতে অভিনয় করছেন দিলজিৎ দোসনজও (Diljit Disanjh)। পর্দায় এই প্রথম তিন তারকাকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। একতা কপূর ও রিয়া কপূরের প্রযোজনায় আসছে এই ছবি। ড্রামা ও কমেডির মিশেলে তৈরি হবে এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন