![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Farzi: সিলভারস্ক্রিন থেকে OTT সফর, শুরুতেই বাজিমাত শাহিদ-বিজয়ের, রেকর্ড গড়ল ‘ফর্জি’
OTT Series: Ormax মিডিয়ার সমীক্ষায় সেরার শিরোপা পেয়েছে ‘ফর্জি’।
![Farzi: সিলভারস্ক্রিন থেকে OTT সফর, শুরুতেই বাজিমাত শাহিদ-বিজয়ের, রেকর্ড গড়ল ‘ফর্জি’ Shahid Kapoor and Vijay Sethupati starrer Farzi becomes most watched Indian Series of all time Farzi: সিলভারস্ক্রিন থেকে OTT সফর, শুরুতেই বাজিমাত শাহিদ-বিজয়ের, রেকর্ড গড়ল ‘ফর্জি’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/25/108cb48f159c541f56d9ed44e3db47521679723647747338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: চিরাচরিত সব ধ্যান-ধারণা ভেঙে চরমার। বরং উত্তর-দক্ষিণ-মধ্য, বিনোদনের সব ঘরানা কার্যত মিলেমিশে একাকার। আর তাতেই বাজিমাত 'ফর্জি'র (Farzi)। সবচেয়ে বেশি বার দেখা ভারতীয় ওয়েবসিরিজের শিরোপা মাথায় উঠল (Bollywood Updates)। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েবসিরিজগুলির মধ্যে দৌড়ে সকলকে পিছনে ফেলে দিল 'ফর্জি'। গড়ল সর্বকালীন রেকর্ড।
বিজয় সেতুপতি 'ফর্জি'র মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন
Ormax মিডিয়ার সমীক্ষায় সেরার শিরোপা পেয়েছে ‘ফর্জি’। সবমিলিয়ে ৩ কোটি ৭১ লক্ষ বার দেখা হয়েছে এই ওয়েবসিরিজ। এখনও পর্যন্ত আর কোনও ওয়েবসিরিজের এই রেকর্ড নেই। নিজেই সেরা হওয়ার খুশি সকলের সঙ্গে ভাগ করে নিলেন ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করা শাহিদ কপূর (Shahid Kapoor)।দক্ষিণী তারকা বিজয় সেতুপতি (Vijay Sethupati) 'ফর্জি'র মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ‘ফর্জি’র এই সাফল্যের খবর ভাগ করে নেন শাহিদ। তিনি লেখেন, ‘ফর্জি জ্বর। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ’। 'ফর্জি'র পরিচালক রাজ অ্যান্ড ডিকে। এর আগে তাঁদের পরিচালনায় তৈরি 'দ্য ফ্যামিলি ম্যান' ওয়েবসিরিজও বিপুল জনপ্রিয়তা পায়। তবে 'ফর্জি' সব রেকর্ড ভেঙে দিয়েছে। তাঁরাও সোশ্যাল মিডিয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শাহিদের প্রথম ওয়েবসিরিজ এটি, বিজয়েরও।
মুখ্য ভূমিকায় শাহিদ এবং বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাশি খন্না, কেকে মেনন, ভুবন অরোরা, রেজিনা কাসান্দ্রা এবং সর্বোপরি অমল পালেকর। সঙ্কটের সঙ্গে যুঝতে যুঝতে এক শিল্পীর জালিয়াত হয়ে ওঠার গল্প বুনেছেন পরিচালক। মুখ্য ভূমিকায় শাহিদ এবং বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাশি খন্না, কেকে মেনন, ভুবন অরোরা, রেজিনা কাসান্দ্রা এবং সর্বোপরি অমল পালেকর। সঙ্কটের সঙ্গে যুঝতে যুঝতে এক শিল্পীর জালিয়াত হয়ে ওঠার গল্প বুনেছেন পরিচালক। বিদেশের ‘মানি হাইস্ট’-এর সঙ্গে কিছু দৃশ্যের তুলনা হলেও, ভারতীয় দর্শকদের মাথায় রেখেই তৈরি 'ফর্জি'। শাহিদের প্রথম ওয়েবসিরিজ এটি। বিজয়েরও।
'ফর্জি'র পরই সমীক্ষায় যথাক্রমে নাম রয়েছে 'রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস', 'মির্জাপুর ২', 'পঞ্চায়েত ২', 'ক্রিমিনাল জাস্টিস: বিহাইন্ড ক্লোজড ডোরস', 'দ্য নাইট ম্যানেজার', 'দ্য় ফ্যামিলি ম্যান ২', 'তাজা খবর', 'দ্য় গ্রেট ইন্ডিয়ান মার্ডার', 'স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি'।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)