কেন ক্রিকেট শিখছেন শাহিদ কপূর?
‘কবীর সিংহ’-র পর এবার ‘জার্সি’।

মুম্বই: ‘কবীর সিংহ’-র পর এবার ‘জার্সি’। আরও একটা রিম্যাকের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন শাহিদ কপূর। আর সেকথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন নায়ক। ইনস্টাগ্রামে ক্রিকেট শেখার ছবি দিয়ে শাহিদ কপূর লিখেছেন, ‘জার্সি-র প্রস্তুতি শুরু’।
নিজের আগামী ছবি নিয়ে শাহিদ বলেন, “কবীর সিংহ-র পর কী, এটা ভাবতেই অনেকটা সময় চলে গিয়েছে। জার্সি দেখা মাত্রই আমি ঠিক করে নিয়েছিলাম আমার পরের ছবি এটাই হবে। একটা অদ্ভুৎ সুন্দর জার্নি রয়েছে।” সূত্রের খবর, এই ছবির শ্যুটিং হবে চণ্ডীগড়ে। চলতি মাসেই সম্ভবত ছবির কাজ শুরু হতে চলেছে।
View this post on Instagram
প্রসঙ্গত, তেলুগু-তে ‘জার্সি’ পরিচালনা করেছেন পরিচালক গৌতম তিনানৌরি। হিন্দিতেও সেই ছবির পরিচালনা করবেন তিনি। সম্ভবত আগামী বছর অগাস্টে এই ছবি প্রেক্ষাগৃহ আসবে।






















