এক্সপ্লোর
বয়স ৫২, ফের বাবা হলেন ঈশান খাট্টারের বাবা
বাচ্চার নাম রাখা হবে বনরাজ কৃষ্ণ, জন্মাষ্টমীর দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে সে।

মুম্বই: বাবা হলেন ঈশান খাট্টারের বাবা রাজেশ খাট্টার। ৫২ বছর বয়সী রাজেশ ও তাঁর স্ত্রী, ঈশানের সৎ মা, অভিনেত্রী বন্দনা সাজনানির ছেলে হয়েছে। বিয়ের ১১ বছর পর বাবা মা হলেন তাঁরা।
বাচ্চার নাম রাখা হবে বনরাজ কৃষ্ণ, জন্মাষ্টমীর দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে সে।
রাজেশ জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন, যমজ সন্তান হবে কিন্তু কিছু জটিলতার কারণে একজন জন্মানোর আগেই মারা যায়। ১১ বছর আগে বিয়ে হলেও তাঁদের সন্তান হচ্ছিল না। তিনবার গর্ভপাত হয়, তিনবার আইভিএফ ফেলিওর হয়, তিনবার সারোগেসি ফেলিওর হয়। অবশেষে পঞ্চাশোর্ধ্ব বয়সে বাবা হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
টেলিভিশনের পরিচিত মুখ রাজেশ ঈশানের বাবা ও শাহিদ কপূরের সৎ বাবা। আগে তিনি বিয়ে করেছিলেন নীলিমা আজিমকে, সেই সম্পর্কে ঈশানের জন্ম। নীলিমা আবার তার আগে পঙ্কজ কপূরের স্ত্রী ছিলেন, তাঁদের ছেলে শাহিদ কপূর। জানা গিয়েছে, ঈশানের ভাই জন্মেছে আড়াই মাস আগে কিন্তু দীর্ঘদিন হাসপাতালে ছিল। তাই এতদিন রাজেশ-বন্দনা তার জন্মের খবর প্রকাশ্যে আনেননি।
বাচ্চার নাম রাখা হবে বনরাজ কৃষ্ণ, জন্মাষ্টমীর দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে সে।
রাজেশ জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন, যমজ সন্তান হবে কিন্তু কিছু জটিলতার কারণে একজন জন্মানোর আগেই মারা যায়। ১১ বছর আগে বিয়ে হলেও তাঁদের সন্তান হচ্ছিল না। তিনবার গর্ভপাত হয়, তিনবার আইভিএফ ফেলিওর হয়, তিনবার সারোগেসি ফেলিওর হয়। অবশেষে পঞ্চাশোর্ধ্ব বয়সে বাবা হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















