এক্সপ্লোর
শাহিদ জানালেন বিয়ে না হলে মীরা কোন বলিউড তারকার সঙ্গে ডেট করতে চাইতেন

মুম্বই: বলিউডে অন্যতম সেরা দম্পতি শাহিদ কপূর ও মীরা রাজপুত। দুজনকে নিয়ে টিনসেল টাউনে গুঞ্জনের অন্ত নেই। স্বামী-স্ত্রীর এই মধুর সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহেরও শেষ নেই। শাহিদ ও মীরা সম্প্রতি একটা টক শো-তে এসেছিলেন। অনুষ্ঠানের একটি পর্বে অ্যাঙ্কর নেহা ধূপিয়া মীরকে প্রশ্ন করেন, বিয়ে না হলে কোন সেলিব্রিটির সঙ্গে তিনি ডেট করতে পছন্দ করতেন? আর মীরা মুখ খোলার আগেই উত্তরটা দিয়ে দেন শাহিদ। তিনি সিদ্ধাত্র মালহোত্র নাম উল্লেখ করেন। শাহিদ বলেন, ও (মীরা) ভাবে সিদ্ধার্থও দিল্লির, তাই....।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















