এক্সপ্লোর
ফের ছোটপর্দায় শাহরুখ-ম্যাজিক, ‘টেড টকস ইন্ডিয়া:নয়ি সোচ’-এর সৌজন্যে

মুম্বই: ফের ছোটপর্দায় ফিরতে চলেছে শাহরুখ-ম্যাজিক। ‘কৌন বনেগা ক্রোড়পতি’, ‘কেয়া আপ পাঁচউই পাসসে তেজ হ্যায় ?’, ‘ইন্ডিয়া পুছেগা সবসে শান কৌন?’ এর পর এবার ছোটপর্দায় শাহরুখকে সঞ্চালনা করতে দেখা যাবে ‘টেড টকস ইন্ডিয়া:নয়ি সোচ’-এ। এই শোটি স্টার ইন্ডিয়া এবং টেড-এর যৌথ প্রযোজনায় সম্প্রচারিত হবে। এখানে অনুপ্রেরণামূলক এবং মহত্ কিছু আইডিয়া দেওয়া হবে। এই প্রথম ইংরাজি ছাড়া অন্য ভাষায় টেড টক শো হতে চলেছে। এই শো প্রসঙ্গে বাদশার প্রতিক্রিয়া, এর মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে অন্যভাবে ভাবতে, দেখতে সাহায্য করব। সারা দুনিয়ার সমস্ত কিশোর-কিশোরীরাই এই শোয়ের টার্গেট অডিয়্যান্স। এই শো প্রসঙ্গে স্টার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং সিইওর প্রতিক্রিয়া, আমরা চিরকালি অভিনব চিন্তা, নতুন ভাবনাকে কদর করি। আর নতুন ভাবনা ভাবার জন্যে টেড-এর কোনও বিকল্প নেই। বর্তমান প্রজন্ম খুব অস্থির। এই অস্থিরতার সময় সঠিক চিন্তা-ভাবনা দিয়ে মানুষকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে তার চেয়ে ভাল আর কিছু হতে পারে না। আর শাহরুখের এই শো সেটাই করবে। তবে ছোটপর্দার সঙ্গে শাহরুখের বন্ডিং বহুদিনের। তিনি ‘ফৌজি’ এবং ‘সার্কাস’ এই দুটি টেলি সিরিয়ালের মাধ্যমেই প্রথম ক্যামেরার সামনে কাজ করা শুরু করেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















