এক্সপ্লোর
Advertisement
সবাই অনুদান দিয়েছেন, কিন্তু মাঠে নেমে কাজ করছেন একমাত্র সোনু সুদ : শক্তি কপূর
এবার সোনু সুদের প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়ান অভিনেতা শক্তি কপূর। করোনা পরিস্থিতিতে সোনুর পরিযায়ী শ্রমিকদের সাহায়্য করা নিয়ে সোনুকে সাধুবাদ জানালেন শক্তি। বললেন, 'আমি সোনুর ভক্ত হয়ে গেছি। ও সত্যিই মন থেকে কাজ করছে।'
মুম্বই: এবার সোনু সুদের প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়ান অভিনেতা শক্তি কপূর। করোনা পরিস্থিতিতে সোনুর পরিযায়ী শ্রমিকদের সাহায়্য করা নিয়ে সোনুকে সাধুবাদ জানালেন শক্তি। বললেন, 'আমি সোনুর ভক্ত হয়ে গেছি। ও সত্যিই মন থেকে কাজ করছে।'
লকডাউনে মুম্বই সহ ভারতের বিভিন্ন জায়গায় আটকে পড়েছিলেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। তাঁদের নিজেদের বাড়ি ফেরাতে গত ৩ মাস ধরে আপ্রাণ চেষ্টা করে চলেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। নিজের উদ্যোগে ট্রেন, বাস এমনকি বিমান ভাড়া করে পরিযায়ী শ্রমিকদের নিজেদের গ্রামে ফেরার ব্যবস্থা করে দিয়েছেন সোনু। পরিযায়ী শ্রমিকদের কাছে আরও বেশি করে পৌঁছানোর জন্য টোল ফ্রি হেল্প লাইন খুলেছেন সোনু। সেখানে রোজই আসছে একাধিক শ্রমিকদের বাড়ি ফেরার আবেদন। সাধ্যমতো চেষ্টা করছেন সোনু ও তাঁর দল।
সোনুর এই চেষ্টা প্রশংসিত হয়েছে সমস্ত জায়গায়। মুম্বই সরকারের তরফেও তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে। এবার তাঁর প্রশংসায় মুখ খুললেন শক্তি কপূর। বললেন, 'আমি সোনুর ভক্ত হয়ে গিয়েছি। ও যা করছে মন থেকে করছে। সোনু পরোয়া করেন না রাজনৈতিকভাবে কী হচ্ছে। উনি কোনও দলের হয়ে নির্বাচনে দাঁড়াবেন না। সোনু কেবল একটা ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছেন। উনি একজন সাধারণ পারিবারিক মানুষ। পরিযায়ী শ্রমিকদের জন্য এখন তিনিই দিশারী। এখন সরকারও এই কাজের জন্য সোনুকে সাধুবাদ জানিয়েছে। এই কাজের জন্য সোনু সুদকে শ্রদ্ধা।' শক্তি আরও যোগ করেন, 'বহু মানুষই অর্থ অনুদান দিয়েছেন পরিযায়ীদের জন্য। একমাত্র সোনুই রাস্তায় নেমে কাজ করছেন যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারেন পরিযায়ীরা।'
ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার পরিযায়ী শ্রমিককে নিজেদের গ্রামে ফিরিয়ে দিয়েছেন সোনু সুদ। অন্যদিকে এখনই লকডাউন তোলা ও শ্যুটিং শুরু করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শক্তি কপূর। তিনি জানিয়ে দিয়েছেন, এখনও সঠিক সময় আসেনি। তাই তিনি তাঁর মেয়ে শ্রদ্ধা কপূরকে শ্যুটিং করতে যেতে দেবেন না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement