Shamshera Title Track: প্রকাশ্যে 'শামশেরা'র টাইটেল ট্র্যাক, ডাকাত রূপে কতটা ভয় ধরালেন রণবীর?
Shamshera: শুধুমাত্র আদিত্য চোপড়াই নন, 'শামশেরা'কে নিয়ে আশাবাদী রণবীর কপূর থেকে তাঁর অনুরাগীরা। এই ছবিতে অভিনেতাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। আর আজ এই ছবির টাইটেল ট্র্যাক প্রকাশ্যে এলো।
মুম্বই: মুক্তি পেতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আগামী ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'শামশেরা' (Shamshera)। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ও আরও কয়েকটি ভাষায় মুক্তি পাবে এই ছবি। পরিচালক কর্ণ মলহোত্রর এই ছবিকে ঘিরে প্রযোজক আদিত্য চোপড়ার প্রত্যাশা অনেক। আরও বেশি করে তিনি এই ছবির দিকে তাকিয়ে রয়েছেন। কারণ, তাঁর প্রযোজিত আগের দুটো ছবিই বক্স অফিসে একেবারেই সফল হয়নি। 'জোয়েসভাই জোরদার' এবং 'সম্রাট পৃথ্বীরাজ', এই ছবি দুটিই বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। তবে, শুধুমাত্র আদিত্য চোপড়াই নন, 'শামশেরা'কে নিয়ে আশাবাদী রণবীর কপূর (Ranbir Kapoor) থেকে তাঁর অনুরাগীরা। এই ছবিতে অভিনেতাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। আর আজ এই ছবির টাইটেল ট্র্যাক প্রকাশ্যে এলো।
মুক্তি পেল 'শামশেরা'র টাইটেল ট্র্যাক-
বহু প্রতীক্ষিত 'শামশেরা' ছবির ট্রেলার, টিজার আগেই মুক্তি পেয়েছে। প্রকাশ্যে এসেছে এই ছবির একটি রোম্যান্টিক গানও। আর আজ মুক্তি পেল ছবির 'টাইটেল ট্র্যাক'। প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে এই গান। 'শামশেরা'র টাইটেল ট্র্যাকে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে রণবীর কপূরকে। আবার নিষ্ঠুর পুলিশ অফিসার শুদ্ধ সিংহের চরিত্রে নজর কাড়ছেন সঞ্জয় দত্ত। বলাই বাহুল্য, দুই তারকা যেন একে অপরকে প্রতি মুহূর্তে টেক্কা দিচ্ছেন। লুক থেকে অ্যাপিয়ারেন্স, সমস্ত কিছুতেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার মতো পারফরম্যান্স করে গিয়েছেন রণবীর কপূর ও সঞ্জয় দত্ত।
আরও পড়ুন - Vivek Agnihotri: শাহরুখ-সলমনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালকের
প্রসঙ্গত, চলতি বছরটা বলিউড অভিনেতা রণবীর কপূরের কাছে একটু বেশিই স্পেশাল। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'সঞ্জু' ছবিতে। তারপর চার বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরতে চলেছেন 'বরফি' তারকা। তবে, শুধু 'শামশেরা'ই নয়। এই ছবির মুক্তির ৪৫দিন পরই ফের আরও একটি ছবি আসতে চলেছে রণবীরের। ছবির নাম 'ব্রহ্মাস্ত্র'। এই ছবিকে ঘিরেও প্রত্যাশা অনেক। অভিনেতার অনুরাগীদের কাছে এই ছবি আরও বেশি স্পেশাল, কারণ, এই ছবি দিয়েই প্রথমবার পর্দায় জুটি বেঁধে দেখা যাবে রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। দুই তারকাকে প্রথমবার পর্দায় একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শকেরাও।