Sharmila Tagore Birthday: স্কুলের বাইরে সত্যজিতের 'স্পাই', ১৩ বছরের শর্মিলা অজান্তেই হয়ে গেলেন 'অপর্ণা'
Unknown Stories about Sharmila Tagore: 'বাবার সঙ্গে কথা বলেছিলেন খোদ সত্যজিৎ রায়। তখন 'পথের পাঁচালি' কিংবদন্তি। বাবা বুঝেছিলেন অপর্ণার চরিত্রে সুযোগ পাওয়া কতটা সম্মানের', স্মৃতিচারণায় শর্মিলা
কলকাতা: তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। বাবা-মা আসানসোলে থাকলেও, কলকাতায় দাদু ঠাকুমার কাছে থেকে পড়াশোনা করতেন তিনি। ছুটিতে যখন বাবা-মায়ের কাছে গিয়েছিলেন, তখন কাগজে চোখে পড়েছিল একটা বিজ্ঞাপন। 'অপুর সংসার' (Apur Sangsar) ছবির জন্য নায়িকা অর্থাৎ অপুর স্ত্রী-এর খোঁজ করছেন সত্যজিৎ রায় (Satyajit Roy)। সেই কিশোরীর এক বোন তাঁকে বলেছিলেন, 'তুই একবার অডিশন দিয়ে দেখ'। সেই সময়ে হেসে উড়িয়ে দিয়েছিলেন সেই কথা। ছুটি শেষ হতেই কলকাতায় ফিরে এসেছিলেন। তারপরে একদিন যখন স্কুল থেকে বাড়ি ফিরছেন তিনি.. এক অদ্ভুত কাণ্ড ঘটে। সেটাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আজ, সেই কিশোরী রুপোলি পর্দার কিংবদন্তি। তাঁর জন্মদিনে, রইল তাঁর রুপোলি পর্দায় পা রাখার গল্প। রইল শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) থেকে অপর্ণা হয়ে ওঠার গল্প।
একটি সাক্ষাৎকারে শর্মিলা বলেছিলেন, 'অপুর স্ত্রী অপর্ণার খোঁজ চলছে নতুন ছবির জন্য, সেটা প্রথমে কাগজের বিজ্ঞাপনে দেখেছিলাম। তবে তখন বিষয়টায় তেমন নজর দিইনি। তারপরে একদিন আমি স্কুল থেকে ফিরছি, বাড়ি ঢোকার আগে হঠাৎ একজন অপরিচিত মানুষের সঙ্গে দেখা। একেবার আমার বাড়ির দরজায়। আমায় প্রশ্ন করলেন, আমার নাম কী? একটু অবাক হলাম, তবে উত্তর দিলাম। এরপর তিনি জানতে চাইলেন আমার বাবার নাম ও ফোন নম্বর। ঘাবড়ে গেলেও উত্তর দিলাম। এরপরে উনি চলে গেলেন। পরে জেনেছিলাম, অপর্ণাকে খোঁজার জন্য বিভিন্ন স্কুলে চর ছড়িয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় স্বয়ং। কোনও কিশোরীর চরিত্রের সঙ্গে মিল পাওয়া গেলে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করা হত।'
অভিনেত্রী স্মৃতিচারণ করে বলে চললেন, 'আমার বাবার সঙ্গে কথা বলেছিলেন খোদ সত্যজিৎ রায়। তখন 'পথের পাঁচালি' কিংবদন্তি হয়ে উঠেছে। বাবা বুঝেছিলেন অপর্ণার চরিত্রে সুযোগ পাওয়া কতটা সম্মানের। তবে বাবা কেবল মানিকদাকে অনুরোধ করেছিলেন একটু স্ক্রিনটেস্ট নেওয়ার জন্য। আমায় যদি চরিত্রটায় সত্যিই মানায়, তবেই যেন নেওয়া হয়। এটুকুই ছিল বাবার ইচ্ছা। মানিকদা আমার স্ক্রিনটেস্ট নিয়েছিলেন ঠিকই তবে তা খুবই সামান্য। আমি তাতে পাশ করি। তারপরেই চিত্রনাট্য হাতে পাই। কাজ শুরু করি।'
তারপরের গল্প সবার জানা। 'অপুর সংসার'-এ যে বীজ বপন করে দিয়েছিলেন সত্যজিৎ রায়, আজ তা মহীরুহ। কিংবদন্তি। জন্মদিনে এবিপি লাইভের পক্ষ থেকে শর্মিলা ঠাকুরকে অনেক শুভেচ্ছা।
আরও পড়ুন: Hrithik-Deepika: প্রথম জুটিতেই ঘনিষ্ঠ রসায়ন, দীপিকা-ঋত্বিকের 'ফাইটার'-এর প্রথম ঝলক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।