সম্প্রতি 'তেরা ইন্তেজার' সিনেমায় তাঁর আরবাজ খানের সঙ্গে দেখা গিয়েছে।
2/9
'রাগিনী এমএমএস ২', 'হেট স্টোরি ২', 'মস্তিজাদে' ও 'বাদশাহো'-র মতো সিনেমায় তাঁকে দেখা গিয়েছে।
3/9
২০১২-তে 'জিসম ২' সিনেমার মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন সানি। এরপর থেকে বিভিন্ন সিনেমায় তাঁর বোল্ড ভূমিকায় অভিনয় করেছেন।
4/9
সানি বলেছেন, শর্মিলা ঠাকুর, মন্দাকিনী, ডিম্পল, রেখা, জীনত আমন ও মধুবালার মতো অভিনেত্রীদের দেখানো পথেই চলতে চান তিনি।
5/9
তিনি লিখেছেন, বলিউডের কিছু মহিলাদের কাছ থেকে শিখেছি যে, যেমনটা রয়েছ, তেমনটা থাকাই সঠিক।
6/9
সানি ওই অভিনেত্রীদের তাঁর আদর্শ বলে জানিয়েছেন।
7/9
সানি সিনিয়র অভিনেত্রী মন্দাকিনী, রেখা ও জীনত আমনের কিছু পুরানো ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন।
8/9
সানি বলেছেন, মধুবালা, শর্মিলা ঠাকুর ও ডিম্পল কাপাডিয়ার মতো পুরানো দিনের অভিনেত্রীদের কাছ থেকে শিখেছেন যে, নিজের ব্যক্তিত্বে কোনও পরিবর্তন করা উচিত নয়।
9/9
বিভিন্ন কারণেই সিনে মহলে সানি লিওনকে নিয়ে চর্চার অন্ত নেই। এবার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পুরানো দিনের সাহসী অভিনেত্রীদের ছবি শেয়ার করে একটি জোরাল বার্তা দিয়েছেন সানি।