Satrughna singha and Zaheer Iqbal: 'অনেকেই আসক্ত হবে, কিন্তু...' শ্বশুর শত্রুঘ্নর মুখে ধর্মেন্দ্রর কথা শুনে অবাক জাহির!
Satrughna singha and Zaheer Iqbal News: ধর্মেন্দ্র শত্রুঘ্নকে নাকি একবার একটি কথা বলেছিলেন। ধর্মেন্দ্রর কথায়, 'বেটা.. তুমি রুপোলি পর্দার সঙ্গে যুক্ত। তোমার প্রতি অনেক মেয়েই মোহিত হয়ে থাকবে।
কলকাতা: 'দ্য কপিল শর্মা শো'-তে এবার পুরো পরিবার নিয়ে হাজির সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)। সঙ্গে এলেন তাঁর স্বামী জাহির ইকবাল (Zaheer Iqbal), বাবা শত্রুঘ্ন সিংহ (Satrughna Singha) ও মা পুনম সিংহ (Punaam Sinha)। গোটা পরিবার মেতে উঠল হাসি-গল্পে-আড্ডায়। আর সেখানেই শত্রুঘ্ন সিংহর কথা শুনে অবাক জামাই জাহির ইকবাল। এমন কী বললেন শত্রুঘ্ন?
সদ্য প্রকাশ্যে এসেছে 'দ্য কপিল শর্মা শো'-র একটি প্রোমো। সেখানে দেখানো হয়েছে একটি গাড়িতে চলে আসছেন সোনাক্ষী ও জাহির। অন্য আরেকটি গাড়ি চড়ে আসছেন শত্রুঘ্ন ও পুনম। আর সেখানে এসেই মজা করে সোনাক্ষী বলেন, 'যাঁরাই বিয়ে করতে চাও তাঁরা সবাই কপিল শর্মার শো-তে এসো আর কপিলকে ভাইয়া ভাইয়া বলে ডাকো।' এরপরে সোনাক্ষী কপিলের সঙ্গে আলাপ করিয়ে দেন জাহিরের। বলেন, 'ভাইয়া.. আমার সাঁইয়ার সঙ্গে আলাপ করো।'
অন্যদিকে শত্রুঘ্ন নিজের স্টাইল 'খামোশ' বলে শো শুরু করেন। তিনি বলেন, ধর্মেন্দ্র তাঁকে নাকি একবার একটি কথা বলেছিলেন। ধর্মেন্দ্রর কথায়, 'বেটা.. তুমি রুপোলি পর্দার সঙ্গে যুক্ত। তোমার প্রতি অনেক মেয়েই মোহিত হয়ে থাকবে। অনেক মেয়ের আসক্তি থাকবে। কিন্তু একটা সময়ে একজন মেয়ের সঙ্গেই থেকো।' এই কথা শুনে চমকে ওঠেন জাহির। বলেন, 'এটা একটা পরিবারিক শো হচ্ছে তো নাকি!' অন্যদিকে সোনাক্ষী হাসতে হাসতে বলেন, 'বলেছেন এক সময়ে, চিরকাল নয়।'
অন্যদিকে এদিন পুনমকে প্রশ্ন করা হয়, তিনি শত্রুঘ্ন সিংহকে ১০০-র মধ্যে কত দেবেন? অনেক ভেবে পুনম মাত্র ২ নম্বর দেন শত্রুঘ্ন সিংহকে। এই দেখে শত্রুঘ্ন বলেন, এত বছর ধরে সহ্য করছি তো।' সব মিলিয়ে হাসি আনন্দ মজায় কেটে যায় গোটা একটি এপিসোড। নেটফ্লিক্সে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিজনের প্রোমো। সিজনটি দেখার অপেক্ষায় সবাই।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।