![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Shehzada Box Office Collection: আল্লু অর্জুনের জুতোয় পা কার্তিকের! শনিবার কত টাকার ব্যবসা করল 'শেহজাদা'?
Shehzada: পর্দায় ফের 'লুকা ছুপি' জুটিকে দেখে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। কিন্তু বক্স অফিসে কি তেমন প্রভাব ফেলতে পারল এই ছবি?
![Shehzada Box Office Collection: আল্লু অর্জুনের জুতোয় পা কার্তিকের! শনিবার কত টাকার ব্যবসা করল 'শেহজাদা'? Shehzada Box Office Collection: Kartik Aaryan’s film sees barely any growth, earns Rs 12 crore, know in details Shehzada Box Office Collection: আল্লু অর্জুনের জুতোয় পা কার্তিকের! শনিবার কত টাকার ব্যবসা করল 'শেহজাদা'?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/2de8102b40d64af433c15b5d5e99ec591676613883415396_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ছবি 'শেহজাদা' (Shehzada)। পরিচালক রোহিত ধবনের এই ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতী শ্যানন। পর্দায় ফের 'লুকা ছুপি' জুটিকে দেখে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। কিন্তু বক্স অফিসে কি তেমন প্রভাব ফেলতে পারল এই ছবি? প্রথম দিনের বক্স অফিস কালেকশন (Shehzada Box Office Collection) আশানুরূপ হয়নি। দ্বিতীয়দিন কেমন আয় হল?
'শেহজাদা'র বক্স অফিস কালেকশন-
'শেহজাদা'। সুপারহিট তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র অফিশিয়াল হিন্দি রিমেক এটি। তেলুগু ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আল্লু অর্জুন। 'শেহজাদা' ছবির ট্রেলার, টিজান ও বেশ কয়েকটি গান মুক্তি পেতেই নেট দুনিয়ায় এই ছবিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস নজর কাড়ে। কিন্তু দর্শকদের যতটা উচ্ছ্বাস নেট দুনিয়ায় দেখা গিয়েছিল, তার বিশেষ প্রভাব বক্স অফিস কালেকশনে পড়ল না। ফলে প্রথম দিন মাত্র ৬ কোটি আয় নিয়েই থামতে হল এই ছবিকে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কার্তিক আরিয়ানের ছবি 'শেহজাদা' প্রথম দিন ৬ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনও খুব বিশেষ ভালো ব্যবসা করতে পারল না এই ছবি। সূত্রের খবর, দ্বিতীয় দিনও ৬ থেকে সাড়ে ৬ কোটি টাকার মতো ব্যবসা করে 'শেহজাদা'। দুদিনে মোট ১২ থেকে সাড়ে ১২ কোটি টাকার ব্যবসা করেছে কার্তিক আরিয়ানের ছবি। এর প্রধান কারণ হিসেবে জানা যাচ্ছে, প্রেক্ষাগৃহে এখনও চলছে 'পাঠান'। তার পাশাপাশি মুক্তি পেয়েছে আরও বেশ কিছু ছবি। ফলে আশা জাগিয়েও আশানুরূপ ফল করতে ব্যর্থ 'শেহজাদা'।
আরও পড়ুন - Kartik Aaryan: মন্দির দর্শনে গিয়ে এ কী করলেন কার্তিক আরিয়ান!
প্রসঙ্গত, ২০২২ সালটা দুর্দান্ত গিয়েছে বলিউড তারকা কার্তিক আরিয়ানের। গত বছর তিনি যে ছবিতেই অভিনয় করেছেন, তাই ব্যাপক সাফল্য পেয়েছে, 'ভুলভুলাইয়া ২' খুব কম সময়েই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'ফ্রেডি'ও প্রশংসিত হয়েছে। কিন্তু চলতি বছরের শুরু প্রথম ছবিই বিশেষ প্রভাব ফেলতে পারল না এখনও পর্যন্ত।
অন্যদিকে, কার্তিক আরিয়ানের হাতে এই মুহূর্তে রয়েছে একাধিক ছবির কাজ। 'শেহজাদা' মুক্তি পেতেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর পরবর্তী ছবিগুলির কাজ নিয়ে। তাঁকে দেখা যাবে 'সত্যনারায়ন কি কথা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'হেরা ফেরি ৩', 'আশিকি ৩' এবং আরও নানা ছবিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)