এক্সপ্লোর
Advertisement
শ্রীদেবী জাতীয় পুরস্কার পান, চাননি তিনি, নিজেই জানালেন জুরি কমিটির চেয়ারপার্সন শেখর কপূর
নয়াদিল্লি: ১৯৮৭-তে তাঁর মিস্টার ইন্ডিয়া ছবিতে কমেডিয়ান শ্রীদেবীকে চিনেছিল বলিউড। সুপার ডুপার হিট সেই ছবি আজ ৩০ বছর পরেও একইরকম আনন্দ দেয় দর্শকদের। কিন্তু জাতীয় পুরস্কারের জুরি কমিটির চেয়ারপার্সন শেখর কপূর চাননি এ বছরের সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার সদ্য প্রয়াত এই অভিনেত্রীকে দিতে। তিনি নিজেই জানিয়েছেন এ কথা।
মম ছবির জন্য এ বছর শ্রীদেবীকে দেওয়া হয়েছে জাতীয় পুরস্কার। শেখর বলেছেন, শ্রীদেবীর সঙ্গে তাঁর যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে জন্য এই পুরস্কার নয়। আসলে তিনি নিজেই চাননি, এই পুরস্কার পান শ্রীদেবী। প্রতিদিন সকালে তিনি জুরি সদস্যদের বলতেন সেরা অভিনেত্রীর নির্বাচনে নতুন করে ভোট দিতে, শ্রীদেবীকে কোনওমতেই পুরস্কৃত করা যাবে না। কারণ মনে হতে পারে, মারা গিয়েছেন বলে তাঁকে পাইয়ে দেওয়া হয়েছে এই পুরস্কার।
শেখর বলেছেন, আবেগের দিক থেকে তাঁরা সকলে শ্রীদেবীর সঙ্গে যুক্ত। কিন্তু শুধু মৃত্যুর কারণে তাঁরে সেরা অভিনেত্রী বাছা হলে অন্য মেয়েদের প্রতি অবিচার করা হবে। তাঁরাও ১০-১২ বছর ধরে খেটে আসছেন, তাঁদেরও কেরিয়ার রয়েছে।
কিন্তু ভোটাভুটিতে বারবারই জিতে যেতেন শ্রী। ফলে তাঁকে ছাড়া আর কাউকে বাছা যায়নি সেরা অভিনেত্রী হিসেবে।
প্রয়াত অভিনেত্রীর স্বামী বনি কপূর, দুই মেয়ে জাহ্নবী-খুশি ও দেওর, অভিনেতা অনিল কপূর- সকলে এই পুরস্কারের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement