Bollywood Upcoming Biopic : শের শাহ থেকে ময়দান, মুক্তির অপেক্ষায় ৫ বায়োপিক, যেখানে সেলুলয়েডে ফুটবে বাস্তবের নায়কদের জীবনের
এমনই ৫ বাস্তবের নায়কদের জীবনীকে কেন্দ্র করে তৈরি বায়োপিক বলিউডে মুক্তির অপেক্ষায়।
![Bollywood Upcoming Biopic : শের শাহ থেকে ময়দান, মুক্তির অপেক্ষায় ৫ বায়োপিক, যেখানে সেলুলয়েডে ফুটবে বাস্তবের নায়কদের জীবনের sher shah to maidan, five upcoming biopics that will bring real hearoes to life, know in details Bollywood Upcoming Biopic : শের শাহ থেকে ময়দান, মুক্তির অপেক্ষায় ৫ বায়োপিক, যেখানে সেলুলয়েডে ফুটবে বাস্তবের নায়কদের জীবনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/25/a2f563016f9397b275f311e3d2c6947d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : বাস্তবের নায়কদের জীবনকে রুপোলি পর্দায় দর্শকদের সামনে তুলে ধরার ট্রেন্ড বলিউডে বরাবরই দেখা যায়। মেরি কম থেকে শুরু করে প্যাড ম্যান। বাস্তবের নায়করা কীভাবে কঠিন পরিশ্রমের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তাঁদের জীবনীকে সেলুলয়েডের পর্দায় দর্শকদের সামনে তুলে ধরা হয়। আগামী কিছুদিনের মধ্যে এমনই ৫ বাস্তবের নায়কদের জীবনীকে কেন্দ্র করে তৈরি বায়োপিক বলিউডে মুক্তির অপেক্ষায়।
১. শের শাহ- কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের গল্প উঠে এসেছে এই ছবিতে। 'শের শাহ' ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধার্থ মলহোত্র এবং তাঁর বাগদত্তা ডিম্পল চিমার ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবানিকে। সিদ্ধার্থ-কিয়ারা জুটির রিয়েল লাইফ সম্পর্কের কথা বলিউডের ওপেন সিক্রেট। সেই জুটিকেই রিল লাইফে রিয়েলে বিক্রম-ডিম্পল জুটিকে কতটা ফুটিয়ে তোলেন সেদিকে নজর সিনেপ্রেমীদের। পাশাপাশি কার্গিল যুদ্ধের জানা-অজানা গল্প বড়পর্দায় দেখার অপেক্ষা।
২. এইট্টি থ্রি - পরিচালর কবীর খানের ছবি 'এইট্টি থ্রি'-কে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ছবিতে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহ। কপিল দেবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রণবীর সিংহের রিয়েল লাইফ পার্টনার দীপিকা পাডুকোনকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন তাহির রাজ ভাসিন, পঙ্কজ ত্রিপাঠি, বোমান ইরানি, নিসান্ত দাহিয়া, অমৃতা পুরি প্রমুখ অভিনেতারা।
৩. গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি - পরিচালক সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই মুহূর্তের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভট্টকে। সঞ্জয়লীলা বনশালির এই ছবি মূলত লেখক এস. হুসেন জায়দির লেখা বই 'মাফিয়া কুইন অফ মুম্বই'-এর উপর নির্ভর করে তৈরি। ছবিতে একেবারে অন্য লুকে দেখা যাবে আলিয়া ভট্টকে।
৪. থালাইভি - তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী এবং অভিনেত্রী জয়ললিতার জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি 'থালাইভি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাওয়াত। বিতর্ক যতই তাঁকে ঘিরে থাকুক না কেন, কঙ্গনা রানাওয়াতের অভিনয় দর্শকদের বেশ পছন্দেরই।
৫. ময়দান - ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকে পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে এই ছবির মাধ্যমে। কিংবদন্তি ফুটবল কোচ সঈদ আবদুল রহিম। যিনি ভারতীয় ফুটবল দলকে ১৯৫০ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত কোচিং করিয়েছিলেন। সেই কিংবদন্তি কোচের ভূমিকায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগণকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)